অচলাবস্থা কাটাতে সরকারকে শর্ত রুইয়ার
ডানলপের অচলাবস্থা কাটাতে কার্যত সরকারের উপরেই পাল্টা শর্ত চাপালেন সংস্থার কর্ণধার পবন রুইয়া। আজ সাহাগঞ্জের ডানলপ কারখানা নিয়ে বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকের পর পবন রুইয়া বলেন, বিদ্যুত্ সংযোগের জন্য বিদ্যুত্ পর্ষদের কাছে আবেদন জানানো হবে।
ডানলপের অচলাবস্থা কাটাতে কার্যত সরকারের উপরেই পাল্টা শর্ত চাপালেন সংস্থার কর্ণধার পবন রুইয়া। আজ সাহাগঞ্জের ডানলপ কারখানা নিয়ে বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকের পর পবন রুইয়া বলেন, বিদ্যুত্ সংযোগের জন্য বিদ্যুত্ পর্ষদের কাছে আবেদন জানানো হবে। তাঁর বক্তব্য, বিদ্যুত্ সংযোগ পাওয়া গেলে তারপর ধাপে ধাপে কারখানার উত্পাদন শুরু হবে। পবন রুইয়া বলেন, বিদ্যুত্ পর্ষদের কাছে তাঁদের কোনও টাকা বকেয়া নেই। এ প্রসঙ্গে রাজ্যের বিদ্যুত্মন্ত্রী মণীশ গুপ্ত জানান, আগে ডানলপ সংস্থা বিদ্যুতের জন্য আবেদন করুক। তারপর তাদের কী বকেয়া আছে তা খতিয়ে দেখে বিদ্যুত্ সংযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।