Gas leak: রান্নাঘরে লাইটের স্যুইচ অন করতেই বিকট বিস্ফোরণ, উড়ল দরজা-জানালা, ঝলসে গেলেন গৃহবধূ

Gas leak: একদিন আগেই গ্যাসের সিলিন্ডার লাগানো হয়েছিল তাহলে কি ক্যাপ ঠিকভাবে লাগানো হয়নি!

Updated By: Jan 18, 2025, 05:58 PM IST
Gas leak: রান্নাঘরে লাইটের স্যুইচ অন করতেই বিকট বিস্ফোরণ, উড়ল দরজা-জানালা, ঝলসে গেলেন গৃহবধূ

বিধান সরকার: হুগলির চন্দননগর ফটকগোড়া এলাকার একটি বাড়ির দোতলায় আজ সকালে হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশী স্থানীয় লোকজন। তারা দেখেন এক প্রৌঢ়া আগুনে ঝলসে গিয়েছেন। রান্না ঘরের দরজা জানালা সব ভেঙে গিয়েছে। দেওয়ালের স্যুইচবোর্ড তার থেকে ঝুলছে।

আরও পড়ুন- যুদ্ধবিরতির পরে ইজরায়েলে বন্দিমুক্তি আজই! আছে নাবালক-নাবালিকাও...

তড়িঘড়ি আহত ওই গৃবধূকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আহত মহিলার জা মিঠু রায় বলেন,আমার বড় জা রানু রায় রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর জন্য স্যুইচ দিতেই বিস্ফোরণ হয়। চারটে দরজা দুটো জানালা ভেঙে যায়। জায়ের শরীর ঝলসে যায়।
গতকালই নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়ে গিয়েছিলো।হয়ত ভালো করে রেগুলেটর বন্ধ করা হয়নি। সেখান থেকে গ্যাস লিক করে। রাতে দরজা জানালা বন্ধ ছিল।সকালে বোর্ডের সুইচ দিতেই ফেটে যায়। যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। সারা রাত গ্যাস লিক করে ঘর জতুগৃহ হয়েছিল। তাতে ইলেকট্রিক বোর্ডের সুইচ দিতেই একটা ছোট্টো ফুলকিতে এত বড় কান্ড ঘটে যায় বলে অনুমান।

তিনি আরও বলেন, গতকাল সিলিন্ডার লাগানো হয়েছিল। তারপর আর কোনও কাজ হয়নি। রাতে খাওয়াদাওয়া হয়েছে। সিলিন্ডারের ক্যাপ ঠিকঠাক লাগানো হয়েছিল কিনা জানি না। সকালে সকালে রান্নাঘরের লাইটে যেই টিপেছে তখনই ওই ঘটনা ঘটেছে। সিলিন্ডার ফেটে জানালা দরজা ভেঙে গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.