এইমস্ নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন ডালু

রাজ্যের তিন সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল বিরোধিতার সুর চড়া করলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আবু হাসেম খান চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী যতই বিরোধিতা করুণ এইমস হবে রায়গঞ্জেই। দরকারে জমি কিনে হাসপাতাল গড়বে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর জমি নীতিরও এদিন কড়া সমালোচনা করেছেন আবু হাসেম খান চৌধুরী। তাঁর মতে, জমি নীতির পরিবর্তন না করলে শিল্পপতিরা রাজ্যে আসবেন না।

Updated By: Oct 29, 2012, 10:33 PM IST

রাজ্যের তিন সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল বিরোধিতার সুর চড়া করলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আবু হাসেম খান চৌধুরী স্পষ্ট জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী যতই বিরোধিতা করুণ এইমস হবে রায়গঞ্জেই। দরকারে জমি কিনে হাসপাতাল গড়বে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর জমি নীতিরও এদিন কড়া সমালোচনা করেছেন আবু হাসেম খান চৌধুরী। তাঁর মতে, জমি নীতির পরিবর্তন না করলে শিল্পপতিরা রাজ্যে আসবেন না।
তবে, শুধুই বিরোধিতা নয়। রাজ্যে স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্য সরকারকে পুরোপুরি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী। এইমস্-এর ক্ষেত্রে সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বিরোধিতা সত্ত্বেও এইমস হবে রায়গঞ্জেই। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ একথা জানিয়ে দিলেন আবু হাসেম খান চৌধুরী। এবিষয়ে আজই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কথা রাজ্য সরকার এইমসের জন্য জমি না দিলে কেন্দ্র জমি কিনে এইমস গড়বে। একইসঙ্গে এদিন হলদিয়া নিয়েও মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন আবু হাসেম খান চৌধুরী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী জমি নীতির বদল না করলে শিল্পপতিরা রাজ্যে আসবেন না।
  

.