চুরাশির হিংসায় জগদীশ টাইটলারকে ক্লিনচিট দেওয়া নিয়ে উত্তপ্ত পঞ্জাব থেকে দিল্লি

জগদীশ টাইটলারকে কি ক্লিনচিট দিয়েছেন অমৃতসরের কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং? এই বিতর্কেই গতকাল দিনভর উত্তপ্ত ছিল পঞ্জাব আর দিল্লির রাজনৈতিক মহল। অমরিন্দর সিং বলছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভোটের ময়দানে অবশ্য জমি ছাড়তে নারাজ অমৃতসরের বিজেপি প্রার্থী অরুণ জেটলি। তাঁর তোপ, শয়তানের হয়ে ওকালতি করছেন কংগ্রেস প্রার্থী।

Updated By: Apr 22, 2014, 09:36 AM IST

জগদীশ টাইটলারকে কি ক্লিনচিট দিয়েছেন অমৃতসরের কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং? এই বিতর্কেই গতকাল দিনভর উত্তপ্ত ছিল পঞ্জাব আর দিল্লির রাজনৈতিক মহল। অমরিন্দর সিং বলছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভোটের ময়দানে অবশ্য জমি ছাড়তে নারাজ অমৃতসরের বিজেপি প্রার্থী অরুণ জেটলি। তাঁর তোপ, শয়তানের হয়ে ওকালতি করছেন কংগ্রেস প্রার্থী।

চুরাশির শিখ বিরোধী হিংসায় কতটা জড়িত ছিলেন জগদীশ টাইটলার? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অমৃতসরের কংগ্রেস প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিং ক্লিনচিট শব্দটি ব্যবহার করেন। আর তার থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। তাহলে কি জগদীশ টাইটলারকে ক্লিনচিটই দিয়ে দিলেন এই কংগ্রেস প্রার্থী? কংগ্রেস প্রার্থী যাই বলুন না কেন, ভোটের ময়দানে একটা লুজ বলও ছাড়তে নারাজ বিজেপি।

শুধু পঞ্জাবে নয়। বিতর্কের ঢেউ আছড়ে পড়ে খোদ দিল্লিতেও। কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় শিরোমণি অকালি দল। ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হয়। শেষপর্যন্ত পরিস্থিতি সামলাতে জলকামান ব্যবহার করে পুলিস।

.