লোকসভার লড়াই-কেন্দ্র- যাদবপুর

পরিবর্তনের বাংলায় তৃণমূল সবচেয়ে যে আসন জিতে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখিয়েছিল, এই হল সেই কেন্দ্র। তবে কী প্রাক্তন সাংসদ নিজেই নিজের দলকে কটুক্তি,সমালোচনা করে কর্মীদের মনোবল নষ্ট করেছেন। গতবারের মত এবারও তৃণমূল কোনও দুঁদে রাজনীতিবিদ নয় কিছুটা রাজনীতির বাইরের লোককে প্রার্থী করেছে। অতীত অভিজ্ঞতা চিন্তায় রাখবে তৃণমূলকে।

Updated By: Apr 7, 2014, 11:16 AM IST

পরিবর্তনের বাংলায় তৃণমূল সবচেয়ে যে আসন জিতে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখিয়েছিল, এই হল সেই কেন্দ্র। তবে কী প্রাক্তন সাংসদ নিজেই নিজের দলকে কটুক্তি,সমালোচনা করে কর্মীদের মনোবল নষ্ট করেছেন। গতবারের মত এবারও তৃণমূল কোনও দুঁদে রাজনীতিবিদ নয় কিছুটা রাজনীতির বাইরের লোককে প্রার্থী করেছে। অতীত অভিজ্ঞতা চিন্তায় রাখবে তৃণমূলকে।
----------
ভোটে কবে-১২ মে
--------
এবারের ভোটে প্রার্থী কারা
সুগত বসু (তৃণমূল)
সুজন চক্রবর্তী (বামফ্রন্ট)
সমীর আইচ (কংগ্রেস)
স্বরূপ প্রসাদ ঘোষ (বিজেপি)
----------
এই কেন্দ্রে যে সকল বিধানসভা কেন্দ্র রয়েছে
বারুইপুর (পূর্ব)
বারুইপুর (পশ্চিম)
সোনারপুর (দক্ষিণ)
ভাঙড়
যাদবপুর
সোনারপুর (উত্তর)
টালিগঞ্জ
---------------
গতবার এই কেন্দ্রের ফলাফল
কবীর সুমন (তৃণমূল)-৫,৪০,২৭৭
সুজন চক্রবর্তী (বামফ্রন্ট)-৪,৮৩,৫৭১
সনত্‍ ভট্টাচার্য (বিজেপি)-২৫,৩২৪
সঈফুদ্দিন চৌধুরী (পিডিএস)-৬,১৩৮
ফলাফল-কবীর সুমন ৫৬,৭০৬ ভোটে জয়ী

.