ডায়মন্ডহারবার

ডায়মন্ডহারবার

Updated By: Apr 7, 2014, 11:12 AM IST

ডায়মন্ডহারবার
এক সময় বামেদের শক্ত ঘাঁটি এখন তৃণমূলের দখলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবার এখানে তৃণমূল প্রার্থী,তাই সবার নজর এই কেন্দ্রে। এই কেন্দ্রের সোমেন মিত্র এখন তৃণমূল ছেড়ে, কংগ্রেসে যোগ দিয়েছেন। ছোড়দা এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নন ঠিকই,তবে তাঁর প্রভাব রয়েছে। দিদির ভাইপো প্রার্থী,তাই পরিবাবরতন্ত্রের একটা বড় অভিযোগ উঠছে। অঙ্কের বিচারে এগিয়ে থাকলে এই ব্যাপারে তৃণমূল অস্বস্তিতে।
------------
কবে ভোট- ১২ মে
-----------
এবারের ভোটে এই কেন্দ্রের প্রার্থীরা

তৃণমূল-অভিষেক ব্যানার্জি
বামফ্রন্ট- ড: আবুল হাসনত
কংগ্রেস- মহম্মদ কামারুজ্জামান
বিজেপি-অভিজিত্‍ দাস
--------------------
কী কী বিধানসভা কেন্দ্র আছে এই আসনে--
ডায়মন্ডহারাবার-
ফলতা-
সাতগাছিয়া-
বিষ্ণুপুর-
মহেশতলা-
বজবজ--
মেটিয়াব্রুজ-- মুমতাজ বেগম (তৃণমূল)-জয়ী ৭ হাজারের মত ভোটে)
-----------
গত লোকসভা ভোটে এই কেন্দ্রের ফলাফল
সোমেন মিত্র (তৃণমূল)-৫,৬৪,৬১২
শমীক লাহিড়ি (বামফ্রন্ট)-৪,১২,৯২৩
অভিজিত্‍ দাস (বিজেপি)-৩৭,৫৪২

ফলাফল- সোমেন মিত্র জয়ী ১,৫১,৬৮৯ ভোটের ব্যবধানে

.