'আপনি দিল্লির লোক, ধন্যবাদ নয়, আদেশ করুন', কেজরিওয়ালকে টুইট শাহরুখের

শাহরুখের এমন নমনীয়তায় মুগ্ধ দিল্লিবাসী নেটিজেনদের অনেকেই।  

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 5, 2020, 02:30 PM IST
'আপনি দিল্লির লোক, ধন্যবাদ নয়, আদেশ করুন', কেজরিওয়ালকে টুইট শাহরুখের

নিজস্ব প্রতিবেদন : ''স্যার, আপনি তো দিল্লির লোক, তাই ধন্যবাদ দেবেন না আদেশ করুন।'' অরবিন্দ কেজরিওয়ালের টুইটের উত্তরে এমনটাই লিখলেন শাহরুখ খান। শাহরুখের এমন নমনীয়তায় মুগ্ধ দিল্লিবাসী নেটিজেনদের অনেকেই।  

করোনা মোকাবিলায় গোটা দেশের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। শাহরুখ যেসমস্ত রাজ্যের পাশে দাঁড়িয়েছে, সেই তালিকায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিও রয়েছে। দিল্লির ওয়ার্কিং পিপলস চার্টারের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার ২৫০০ জন শ্রমিককে একমাসের জন্য মুদিখানার সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার কথা জানিয়েছেন শাহরুখ। আর দিল্লির পাশে দাঁড়ানোর জন্য কিং খানকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি শাহরুখকে লিখেছেন, ''এই বিপদের সময় তাঁর সাহায্য বহু মানুষের উপকারে লাগবে।''

আরও পড়ুন-রবীন্দ্রনাথে উদ্বুদ্ধ হয়ে বাংলাকে করোনা মুক্ত করতে দিদির হাত ধরলেন 'ভাই' শাহরুখ

দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদ টুইটের উত্তরেই শাহরুখ নিজের দিল্লিওয়ালা পরিচয় দিয়ে লেখেন, ''স্যার, আপনি দিল্লির মানুষ। তাই ধন্যবাদ নয়, আদেশ করুন। দিল্লির ভাইবোনেদের জন্য আমি সবসময় পাশে রয়েছি। ঈশ্বর করুন, খুব শীঘ্রই আমরা এই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে পারবো। আমনার টিন আরও শক্তি ও সহনশীল হোক, প্রার্থনা করি।''

আরও পড়ুন-কোয়ারেন্টাইন সেন্টার গড়তে নিজেদের ৪ তলা অফিস দিয়ে দিলেন শাহরুখ-গৌরী

তবে শুধু দিল্লি, পশ্চিমবঙ্গই নয়, মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেকেও টুইট করেন শাহরুখ। লেখেন, ''এই কঠিন সময়ে একে অপরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আমরা এক পরিবার হয়ে কাজ করব। এই কঠিন সময় আপনি মহারাষ্ট্রের জন্য অনেক কাজ করছেন। যখনই একা মনে হবে একটা কি দুটো কবিতা লিখুন, ভালোবাসা রইল।''

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ৭ দফা বিভিন্ন সাহায্য কর্মসূচির তালিকা বানিয়ে গত ১ তারিখ রাতেই টুইট করেন শাহরুখ খান। তবে শুধু শাহরুখই নন, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন অক্ষয় কুমার, সলমন খান সহ বলিউডের অনেক তারকাই।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় বাংলার পাশে শাহরুখ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ২.৫ কোটি টাকা

.