প্রধানমন্ত্রী আবেদন মেনে মোমবাতি জ্বালানোর কথা বললেন ঋতুপর্ণা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়োতে এই আবেদন করেন অভিনেত্রী।

Reported By: অঞ্জন রায় | Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 5, 2020, 01:59 PM IST
প্রধানমন্ত্রী আবেদন মেনে মোমবাতি জ্বালানোর কথা বললেন ঋতুপর্ণা

নিজস্ব প্রতিবেদন : রবিবার রাত ৯টায় বাড়ির সমস্ত বৈদ্যুতিন আলো নিভিয়ে ৯ মিনিটের জন্য প্রদীপ কিংবা মোমবাতি জ্বালানোর আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রীর সেই আবেদন সকলকে পালন করার কথা বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়োতে এই আবেদন করেন অভিনেত্রী।

ভিডিয়োতে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলের কাছে আবেদন করেছেন, ''চলুন আমরা সবাই প্রধানমন্ত্রীর আবেদন মেনে একটা দিয়া, মোমবাতি কিংবা টর্চ জ্বালাই। এটা বুঝিয়ে দি, যে আমরা লড়ছি ঐক্যবদ্ধ হয়ে, একটা ভালো কিছুর জন্য। আমরা আবার খুব সুন্দর দিন শীঘ্রই দেখতে পাবো। তাই রাত ৯টার সময়, ৯ মিনিটের জন্য সকলে আলো জ্বালাব, বৈদ্যুতিন আলো বন্ধ করে। আর এই আলোই আমাদের পথ দেখাবে।''

আরও পড়ুন-সিঙ্গাপুরেও লকডাউন, ৩৭ তলার ফ্ল্যাটে কীভাবে সময় কাটাচ্ছেন 'বন্দি' ঋতুপর্ণা?

পাশাপশি, ঋতুপর্ণা আরো বলেন, ''গোটা বিশ্ব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের এই যুদ্ধ জিততেই হবে। তাই বাড়িতে নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন, হাত ধুয়ে নিনি, সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজ করুন। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাও নিশ্চয় প্রধানমন্ত্রী বলে দেবেন।''

আরও পড়ুন-দেশজুড়ে করোনার প্রকোপ, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

এদিকে এই একই বিষয়ে Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ''সবকিছুর একটা পজিটিভ দিক আছে। তাই নেগেটিভ জিনিসকে ভুলে এর মধ্যে পজিটিভিটি-কে খুঁজে নেওয়াই ভালো। আর আমাদের দেশ সবসময়ই বৈচিত্রের মধ্যেও ঐক্যবদ্ধ থেকেছে, তো এখন কেন নয়? যদি আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর কথা মেনে মোমবাতি জ্বালাই, তাহলে এটা আমরা গোটা বিশ্বকে বুঝিয়ে দেব, আমরা ঐক্যবদ্ধ। আমার মনে হয় সবকিছুর মধ্যে ভালোটা খুঁজে নেওয়াই বাঞ্ছনীয়।''

.