লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার ২টি কঙ্কাল, করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

Updated By: May 2, 2015, 09:56 AM IST
লালগড়ের জঙ্গল থেকে উদ্ধার ২টি কঙ্কাল, করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

লালগড়ের জঙ্গল থেকে দুজনের দেহ উদ্ধার করল পুলিস। দেহ দুটি নিখোঁজ পুলিসকর্মী সাবির আলি মোল্লা এবং কাঞ্চন গড়াইয়ের বলে সন্দেহ পুলিসের। নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।  

সালটা ২০০৯। জেনারেটারের যন্ত্রাংশ কিনতে ধরমপুর ক্যাম্প থেকে লালগড় যাচ্ছিলেন রাজ্য সশস্ত্র পুলিসের দুই কনস্টেবল সাবির আলি মোল্লা এবং কাঞ্চন গড়াই। পথে মাওবাদীরা তাঁদের অপহরণ করে বলে অভিযোগ। পরে তাঁদের বাইক পাওয়া গেলেও এই দুই পুলিসকর্মীকে আর খুঁজে পাওয়া যায়নি। কয়েক দিন আগে পুলিসের কাছে খবর আসে, এই দুজনের দেহ লালগড়ের কাছে ভুলাগাড়ার জঙ্গলে পুঁতে রাখা হয়েছে। শুক্রবার মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিস। তবে ওই পুলিসকর্মীদের কোনও চিহ্ন না মেলায় সনাক্ত করা যায়নি কঙ্কাল দুটি।

পুলিসের সন্দেহ, এই দুটি কঙ্কালই ওই দুই কনস্টেবলের। নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আপাতত দুই পুলিস কনস্টেবলের পরিবারও তাই ডিএনএ পরীক্ষার দিকে তাকিয়ে।

 

.