নিজের বিয়ে নিজেই আটকে দিল ১৪ বছরেরে অন্তরা

স্কুলের শিক্ষিকাদের সাহায্যে নিজের বিয়ে রুখে দিল ১৪ বছরের অন্তরা। পাশে পেল স্থানীয় প্রশাসনকেও। সকলের চেষ্টায় বন্ধ হয়ে গেল নাবালিকার বিয়ে। মহম্মদ বাজারের শালদহ গ্রামের ঘটনা। ছোট্টে অন্তরা লেখাপড়ায় সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

Updated By: May 1, 2015, 07:48 PM IST
নিজের বিয়ে নিজেই আটকে দিল ১৪ বছরেরে অন্তরা

ওয়েব ডেস্ক: স্কুলের শিক্ষিকাদের সাহায্যে নিজের বিয়ে রুখে দিল ১৪ বছরের অন্তরা। পাশে পেল স্থানীয় প্রশাসনকেও। সকলের চেষ্টায় বন্ধ হয়ে গেল নাবালিকার বিয়ে। মহম্মদ বাজারের শালদহ গ্রামের ঘটনা। ছোট্টে অন্তরা লেখাপড়ায় সাহায্যের  হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিয়ে মানে কি, বোঝার বয়সই হয়নি চোদ্দ বছরের অন্তরার। স্কুল আর ছবি আঁকা, এই নিয়েই দিব্যি মেতে ছিল সে। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ অন্তরা জানতে পারে রাত পোহালে তার বিয়ে। বাড়িতে চলেও এসেছেন আত্মীয়রা। সাতপাঁচ ভেবে সোজা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে ছুটে যায় সে।  

খবর পৌছে যায় প্রশাসনের কাছেও। অন্তরার বাড়িতে পৌছে যান বিডিও সহ প্রশাসনের কর্তারা। কথা বলেন পরিবারের সঙ্গে। এরপরেই বন্ধ হয়ে যায় বাল্য বিবাহের আয়োজন। নিজেদের ভুল বুঝতে পারেন মাও। অন্তরার পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে প্রশাসন। এখন তাঁর লক্ষ্য একটাই, লেখা পড়া শিখে মানুষ হওয়া।

.