পঞ্চায়েতে নির্বাচনে ব্যালটে কারচুপির অভিযোগ সূর্যকান্তর
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার তিনি বলেন, বন্দুক-পিস্তলের জোরে ভোট করিয়েছে শাসক দল। এখন ব্যালটে হিসাব মিলছে না। তাই সব জেলার ফলপ্রকাশ করতে পারছে না কমিশন। তাই নকল ব্যালট ছাপিয়ে হিসাব মেলানোর চেষ্টা চলছে।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে মারাত্মক অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার তিনি বলেন, বন্দুক-পিস্তলের জোরে ভোট করিয়েছে শাসক দল। এখন ব্যালটে হিসাব মিলছে না। তাই সব জেলার ফলপ্রকাশ করতে পারছে না কমিশন। তাই নকল ব্যালট ছাপিয়ে হিসাব মেলানোর চেষ্টা চলছে।
পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পর একমাস হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সব জেলার ফলাফল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। কেন? কীভাবে সম্ভব হচ্ছে এই নকল ব্যালটের কারচুপি? নির্বাচন কমিশনের মদত রয়েছে কি? বিরোধী দলনেতার অভিযোগ দুর্গাপুরের একটি জায়গায় ছাপানো হচ্ছে নকল ব্যালট।
বিরোধী বামেদের অভিযোগ বহু জায়গাতেই যেখানে বামপ্রার্থীরা জিতেছেন সেখানে বামেদের সঙ্গে একজন শাসকদলের প্রার্থীকেই বিজয়ীর সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু সার্টিফিকেটে ফলপ্রকাশের পর বিরাট গরমিল ধরা পড়েছে। যার জেরে ওয়েবসাইটে সম্পূর্ণ ফল প্রকাশ করতে পারছে না কমিশন।