আজও পাহাড় জুড়ে বনধের ছবি, জিটিএ বৈঠক নিয়ে শর্ত কঠোর মোর্চার
আজও পাহাড় জুড়ে কার্যত বনধের ছবি। চলছে মোর্চার `জনতা সড়কে` কর্মসূচী। পাহাড়ের পথ ঘাট আজও কার্যত শুনশান। বন্ধ রয়েছে দোকান বাজার। শুক্রবারই চক বাজারে জয়েন্ট অ্যাকশন কমিটির সমাবেশ থেকে `জনতা সড়কে` কর্মসূচির ঘোষণা করেন মোর্চা নেতা রোশন গিরি। জানান, পিকেটিং বা অবরোধ নয়। এবার পাহাড়ের নানা জায়গায় সভা-সমাবেশ করবে মোর্চা। কিন্তু মোর্চা নেতা রোশন গিরির এই ঘোষণার পরেও পাহাড়ে খোলেনি দোকানপাট, বাজার। রাস্তাঘাটও শুনশান। রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই আসলে বনধের নাম বদলেছে মোর্চা।
আজও পাহাড় জুড়ে কার্যত বনধের ছবি। চলছে মোর্চার `জনতা সড়কে` কর্মসূচী। পাহাড়ের পথ ঘাট আজও কার্যত শুনশান। বন্ধ রয়েছে দোকান বাজার। শুক্রবারই চক বাজারে জয়েন্ট অ্যাকশন কমিটির সমাবেশ থেকে `জনতা সড়কে` কর্মসূচির ঘোষণা করেন মোর্চা নেতা রোশন গিরি। জানান, পিকেটিং বা অবরোধ নয়। এবার পাহাড়ের নানা জায়গায় সভা-সমাবেশ করবে মোর্চা। কিন্তু মোর্চা নেতা রোশন গিরির এই ঘোষণার পরেও পাহাড়ে খোলেনি দোকানপাট, বাজার। রাস্তাঘাটও শুনশান। রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের নির্দেশের কথা মাথায় রেখেই আসলে বনধের নাম বদলেছে মোর্চা।
জিটিএ-বৈঠকে যোগদান নিয়ে শর্ত আরও কঠোর করল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সাধারণ সম্পাদক রোশ গিরি জানিয়েছেন, গ্রেফতার সমস্ত মোর্চা নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। তবেই তাঁরা চৌঠা সেপ্টেম্বর জিটিএ-র বৈঠকে যোগ দেবেন। আগে জিটিএ-বৈঠকে যোগ দেওয়ার শর্ত হিসেবে জিটিএ সদস্যদের মুক্তির দাবি জানিয়েছিল মোর্চা। পাহাড়ে নতুন করে আন্দোলন শুরুর পর গত একমাসে ১০৮জন মোর্চা নেতাকর্মীকে গ্রেফতার করেছে রাজ্য প্রশাসন।