শ্বশুরবাড়িতে 'অপমানিত' হয়ে আত্মহত্যা জামাইয়ের

শ্বশুড়বাড়িতে গিয়ে জামাইয়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। ঘটনাস্থলে পুলিস এলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা মৃতের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে গ্রেফতারের দাবি জানায়। মৃত সুব্রত চন্দ্র গতকালই স্ত্রীকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে আসেন।

Updated By: Oct 26, 2014, 06:10 PM IST

ওয়েব ডেস্ক: শ্বশুড়বাড়িতে গিয়ে জামাইয়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। ঘটনাস্থলে পুলিস এলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা মৃতের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে গ্রেফতারের দাবি জানায়। মৃত সুব্রত চন্দ্র গতকালই স্ত্রীকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে আসেন।

অভিযোগ শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আত্মহত্যা করেন সুব্রত চন্দ্র। এমনকী জামাই সুব্রত চন্দ্রকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। টিটাগড় থানার পুলিস দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। এলাকার বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তির শ্বশুর- শাশুড়ি এবং বউকে গ্রেফতার করতে হবে।

.