Suryakumar Yadav | IND vs ENG 1st T20I: 'সব গোপন কথা এখানেই বলে দেব?' সূর্যর চমকে দেওয়া উত্তর! ইডেনে সাংবাদিকরা পুরো থ...

Suryakumar Yadav: ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবের চমকে দেওয়া উত্তর, যা শুনে থ হয়ে গিয়েছেন সাংবাদিকরা!  

Updated By: Jan 22, 2025, 12:31 PM IST
Suryakumar Yadav | IND vs ENG 1st T20I: 'সব গোপন কথা এখানেই বলে দেব?' সূর্যর চমকে দেওয়া উত্তর! ইডেনে সাংবাদিকরা পুরো থ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্‍ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ (IND vs ENG, 1st T20I)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ডের।

হাতে আর ঠিক এক বছর। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ভুবনজয়ী ভারত এশিয়া মহাদেশে ট্রফি ধরের রাখার লড়াইয়ে নামবে। সূর্যকুমারের কাছে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে প্রশ্ন ছিল যে, মার্কি ইভেন্টে ভারতের প্রস্তুতি নিয়ে। সূর্যর চমকে দেওয়া উত্তরে ইডেনে আসা সাংবাদিকরা পুরো থ হয়ে যান। সূর্য বলেন, 'আমি কি এখানেই সব গোপন কথা খুলে বলে দেব! দেখুন আমি এই যাত্রা উপভোগ করতে চাই। আমাদের দলকে প্রস্তুত করতে হবে, পজিশন ঠিক করতে হবে এবং বেশিরভাগ খেলা দলগতভাবে খেলতে হবে। আমি এবং গৌতি ভাই, (প্রধান কোচ গৌতম গম্ভীর) এই বিষয়টিতেই মনোযোগ দিয়েছি।'

আরও পড়ুন: '১০ বার চোট পেলেও...', ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প

সূর্যকুমারের নতুন ডেপুটি হয়েছেন অক্ষর প্যাটেল। তিনি ভারতের বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে বলেছেন, 'এক বছরের মধ্যে বিশ্বকাপ, তাই আমরা কীভাবে তার  এগিয়ে যাব, তার প্রস্তুতি এখান থেকেই শুরু করব। এটাই মূল লক্ষ্য। গতি একটি বড় বিষয়, কারণ আপনি যদি ভালো শুরু করেন, তাহলে আপনি এটি বয়ে নিয়ে যাবেন। আমরা ২০২৪ সালে ভালোভাবে শেষ করেছি, তাই আমরা এই সিরিজেও সেই গতিটা ধরে রাখতে চাই।'

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম টি-২০ আইয়ের স্কোয়াড: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড

ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়া স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)

আরও পড়ুন: আলকারাজকে উড়িয়ে সেমিতে জকোভিচ, কিংবদন্তি বোঝালেন 'টাইগার জিন্দা হ্যায়'...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.