হলদিয়া বন্দরে সমস্যা অব্যাহত

হলদিয়া বন্দরের সঙ্কট অব্যহত । পণ্য খালাস না করতে পেরে বৃহস্পতিবার একটি মালবাহী জাহাজ  ওড়িশার ধামড়া বন্দরে চলে যেতে বাধ্য হয়েছে। ওই  জাহাজটিতে এনটিপিসির ফরাক্কা ও কাহালগাঁ তাপবিদ্যুত কেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছিল। অভিযোগ, এম এস বার্জের বদলে বেআইনি ভাবে ৪টি ইনল্যান্ড বার্জের সাহায্যে কয়লা নামানোর চেষ্টা করছিল বন্দর কর্তৃপক্ষ।

Updated By: Oct 26, 2012, 12:00 PM IST

হলদিয়া বন্দরের সঙ্কট অব্যহত । পণ্য খালাস না করতে পেরে বৃহস্পতিবার একটি মালবাহী জাহাজ  ওড়িশার ধামড়া বন্দরে চলে যেতে বাধ্য হয়েছে। ওই  জাহাজটিতে এনটিপিসির ফরাক্কা ও কাহালগাঁ তাপবিদ্যুত কেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছিল। অভিযোগ, এম এস বার্জের বদলে বেআইনি ভাবে ৪টি ইনল্যান্ড বার্জের সাহায্যে কয়লা নামানোর চেষ্টা করছিল বন্দর কর্তৃপক্ষ।

এর পরেই হলদিয়ায় ওই জাহাজটির পন্য খালাস  বন্ধ করে দেয় জাহাজ মন্ত্রক। ফলে বাধ্য হয়ে ধামড়ার বেসরকারি বন্দরে চলে যায় জাহাজটি। পন্য খালাস সংক্রান্ত এই অনিয়মের জন্য বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে জাহাজ মন্ত্রক।

.