ইসিএলের বিরুদ্ধে নিম্নমানের কয়লা যোগানের অভিযোগ

ভালো মানের কয়লার দামে নিম্নমানের কয়লা সরবরাহের অভিযোগ উঠল ইসিএলের কালিদাসপুর প্রোজেক্টের বিরুদ্ধে। অভিযোগ কালিদাসপুর প্রজেক্টের কয়লায় বালি আর পাথর ভর্তি। ফলে সমস্যায় পড়েছে ছোট ও  মাঝারি শিল্পগুলি।

Updated By: Oct 26, 2012, 09:14 AM IST

ভালো মানের কয়লার দামে নিম্নমানের কয়লা সরবরাহের অভিযোগ উঠল ইসিএলের কালিদাসপুর প্রোজেক্টের বিরুদ্ধে। অভিযোগ কালিদাসপুর প্রজেক্টের কয়লায় বালি আর পাথর ভর্তি। ফলে সমস্যায় পড়েছে ছোট ও  মাঝারি শিল্পগুলি।
চলতি বছরের অগাস্ট মাসে ই- নিলামের মাধ্যমে কালিদাসপুর কয়লাখনির ৯৭০০ টন কয়লা বিক্রি করে ইসিএল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নিলামের জন্য প্রতিটন কয়লার জন্য ৫০০ টাকা করে অগ্রিম জমা নেয় ইসিএল। নিলামের সময় তাদের জানান হয় বি গ্রেডের কয়লা বিক্রি করা হবে। কিন্তু সেই নিলামের কয়লা কালিদাসপুর প্রজেক্টে নিতে গিয়ে মাথায় হাত মালিকদের। কারণ প্রজেক্ট এলাকার মজুত কয়লার ১০ শতাংশ কয়লা থাকলেও বাকিটা বালি আর পাথর। বি গ্রেডের দাম দিয়ে  এফ গ্রেডের কয়লা নিতে অস্বীকার করেন তারা। বারবার প্রজেক্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি। উল্টে কর্তৃপক্ষের দাবি, অবিলম্বে মজুত কয়লা তুলে না নিলে অগ্রিম পাঁচশ টাকাও নিয়ে নেওয়া হবে। অবশ্য টেন্ডার অনুযায়ী নিম্নমানের কয়লা সরালরাহের কথা স্বীকার করেনি কর্তৃপক্ষ।

এদিকে এই কাজিয়ার জেরে সমস্যায় পড়েছে প্রায় কুড়িটি ছোট ও মাঝারি মাপের কারখানা।

.