Manoj Tiwary On Gautam Gambhir: 'মা-বোন তুলে গালি দিল! বলল, সোর্সের জোরেই বোর্ডে সৌরভ', গম্ভীরকে ধুলেন মনোজ
Manoj Tiwary On Gautam Gambhir: গৌতম গম্ভীরের মুখোশ টেনে খুলে দিলেন মনোজ তিওয়ারি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে (BGT 2024-25) ভারতের ভরাডুবির পর থেকেই, হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রয়েছেন স্ক্যানারের তলায়। তাঁর আসন নাকি রীতিমতো টলমল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) যদি ভারত ভালো ফল করতে না পারে, তাহলে দেশের জোড়া বিশ্বকাপজয়ীর চাকরি যেতে পারে বলেও অন্দর মহলের খবর। আর ঠিক এহেন পরিস্থিতিতে গম্ভীরের খোলস ছাড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বাংলার মহারথী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। লাল্লানটপ অনুষ্ঠানে এসে মনোজ দায়িত্ব নিয়ে গম্ভীরের মুখোশ খুললেন।
গম্ভীরের আচরণ নিয়ে অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন। জানা যায় সাম্প্রতিক ইন্ডিয়া টিমেও নাকি অনেকে গম্ভীরকে নিয়ে খুশি নন। গম্ভীর এবং মনোজের মধ্যে ঝামেলার ইতিহাস রয়েছে। কলকাতা নাইট রাইডার্সে থাকাকালীন দু'জনের মধ্যে ঝগড়া হয়েছিল। এছাড়াও, ২০১৫ সালে রঞ্জি ট্রফি চলাকালীন ফিরোজ শাহ কোটলায় বাংলার তিওয়ারি এবং দিল্লির গম্ভীরের মধ্যেও তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। ম্যাচের মাঝেই প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া ঘটনা মিডিয়াতেও দেখানো হয়েছিল।
আরও পড়ুন: ডিভোর্সের পথে শেহওয়াগ! ভাঙছে ২১ বছরের দাম্পত্য জীবন, সিনেমার মতো ছিল প্রেম...
কেকেআরের গম্ভীরের সঙ্গে ঝামেলার প্রসঙ্গে মনোজ বলছেন, 'একবার ইডেন গার্ডেন্সে আমার ব্যাটিংপজিশন নিয়ে গম্ভীরের সঙ্গে তীব্র তর্কাতর্কি হয়েছিল। খুব বিরক্ত ছিলাম এবং শৌচাগারে গিয়েছিলাম। সে ভেতরে ঢুকে বলল, তোর অ্যাটিটিউড এখানে কাজ করবে না। আমি তোকে কখনও খেলাব না। এটা, সেটা বলতেই থাকে। আমি ওকে মুখের উপর জিজ্ঞাসা করেছিলাম যে, কেন এভাবে আমার সঙ্গে কথা বলছে, কেন আমাকে হুমকি দিচ্ছে? আমাদের বোলিং কোচ ওয়াসিম আক্রম এসে থামিয়েছিল। নাহলে সেদিন হাতাহাতি হয়ে যেতে পারত!'
রঞ্জির ঝামেলা নিয়েও মনোজ মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমি কখনও কাউকে এই ধরণের গালি দিতে শুনিনি। যদি কেউ তোমার মা-বোন তুলে গালি দেয়, তাহলে চুপ করে থাকা যায় না। আমি এমন ব্যক্তি নই যে চুপচাপ গালি সহ্য করে নেব। আমি জিজ্ঞাসা করেছিলাম, গৌতি ভাই, তুমি এভাবে কথা বলছ কেন? তারপর ওভার শেষ হল। আমি মেজাজ হারিয়ে ফেলি। ও আমাকে বলেছিল সন্ধ্যায় আমার সঙ্গে দেখা কর, আমি তোকে মারব'। আমি বললাম, সন্ধ্যায় কেন? এখনই হোক। ম্যাচটি দিল্লিতে ছিল। কোনও খেলোয়াড় কখনও আমার সঙ্গে এভাবে কথা বলেনি। উপস্থিত সকল মিডিয়ার সামনে ওর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে এসেছিল।'
মনোজ জানিয়েছেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায়কেও গম্ভীর ছেড়ে কথা বলেননি। মনোজ বলেন, 'তখন সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডে নতুন এসেছেন। সৌরভের সম্পর্কেও সম্পূর্ণ অর্থহীন কথা বলতে শুরু করে। বলেছিল সোর্সের জোরে বোর্ডে ঢুকেছে। এমনকি এও বলেছে যে 'আমি নাকি এই একই কাজ করছি। মাঠে এই কথাগুলো বলেছিল।' বোঝাই যাচ্ছে যে মনোজের দীর্ঘদিনের চাপা রাগ ছিল গম্ভীরের উপর। তারই বহিঃপ্রকাশ ঘটল...
আরও পড়ুন: চর্চায় 'শর্মা জি কা বেটা পার্ট টু', রইল যুবির শিষ্যর বায়োডাটা, মালকিনের সঙ্গেও...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)