মাধ্যমিকে যে যে স্কুল থেকে এলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড

মাধ্যমিকে এবার অনামী স্কুলগুলিই ছিনিয়ে নিল সাফল্যের ক্রেডিট। যে সমস্ত স্কুল লাইমলাইটে আসেনি কোনওদিন, তারাই এবার সেরার সেরা।  

Updated By: May 11, 2016, 09:01 AM IST
মাধ্যমিকে যে যে স্কুল থেকে এলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড

ওয়েব ডেস্ক: মাধ্যমিকে এবার অনামী স্কুলগুলিই ছিনিয়ে নিল সাফল্যের ক্রেডিট। যে সমস্ত স্কুল লাইমলাইটে আসেনি কোনওদিন, তারাই এবার সেরার সেরা।  

নাম নেই। তাই দাম নেই। একথা আর বলা যাবে না। বিশেষ করে, এবারের মাধ্যমিকের রেজাল্ট দেখার পর তো নয়ই। মাধ্যমিকে প্রথম দশের মেধা তালিকায় এবার যে সব স্কুল জায়গা করে নিয়েছে, তার সিংহভাগ এতদিন লাইম লাইটে আসেনি। 

মাথাভাঙা হাইস্কুল, কোচবিহার
সবার সেরা এবার মাথাভাঙার এই স্কুল। এক্কেবারে প্রথম স্থানটাই দখল করেছেন এই স্কুলের শৌভিক বর্মণ। 

চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়, ঘুঁটিয়াবাজার 
মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখল করে নজর কেড়েছে হুগলির ঘুঁটিয়াবাজারের এই গার্লস স্কুল। কৃতী ছাত্রী দেবদত্তা। 

সিমলাপাল মঙ্গলময়ী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া
বাঁকুড়ায় জঙ্গলমহল এলাকায় পড়ে সিমলাপাল । এখানকারই তিতাস এবার মাধ্যমিকে সেকেন্ড।   

রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম
বীরভূমের অনামী এই স্কুল থেকেই এবার দু-দুজন মাধ্যমিকের মেধা তালিকায়।  তৃতীয় অনীক ঘোষ এবং ষষ্ঠ সৌমেন্দু বাগ।

চাকদহ রামলাল অ্যাকাডেমি, নদিয়া 
চাকদহের রামলাল অ্যাকাডেমি। এবার রীতিমতো সাড়া ফেলেছ।   স্কুলের তিন জন একসঙ্গে রয়েছে প্রথম দশে। 

পুরুলিয়া জেলা স্কুল 
তাক লাগিয়েছে পুরুলিয়া জেলা স্কুলও। দু-দুজন অষ্টম এবং দশম, তিন কৃতীকে নিয়ে গর্বিত স্কুল। 

বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর
চতুর্থ স্থানে একসঙ্গে একই স্কুলের দু জন। মাধ্যমিকে ডাবল ধামাকা উপহার দিয়েছে বালুরঘাট হাই স্কুল। 

বাঁকুড়া জেলা স্কুল
সেরার সেরা বাঁকুড়া জেলা স্কুলও। অষ্টম এবং দশম, দুটি স্থান ছিনিয়ে নিয়েছে এই স্কুল।  

চুঁচুড়া বালিকা বাণীমন্দির, হুগলি
চুঁচুড়ার এই স্কুল থেকেই দু জন কৃতী এবার মাধ্যমিকের প্রথম দশে। পঞ্চম এবং সপ্তমে জায়গা করে নিয়েছে এই স্কুলের ছাত্রীরা।

বারলো গার্লস হাইস্কুল, মালদহ
বারলো গার্লসের ছাত্রীরা এবারও সাড়া ফেলেছে। পঞ্চম স্থানে রয়েছে এই স্কুলের দুই ছাত্রী। 

জেনকিন্স স্কুল, কোচবিহার
নজর কেড়েছে জেনকিন্স স্কুলও। আগেও বহুবার সাফল্যের স্বাদ পাওয়া এই স্কুলে এবার জোড়া কৃতী। দশম স্থানে রয়েছে এই স্কুলের দুজন।

এমন আরও অনেক স্কুলের নামই কিন্তু রয়েছে এবার সাফল্যের তালিকায়।  যাদের সাফল্য অনুপ্রাণিত করবে আরও অনেক স্কুলকে। 

.