কোচবিহারের লোকালয়ে চিতাবাঘ, শ্বাপদের হামলায় আহত এক
কোচবিহারে লোকালয়ে ঢুকে পড়ল চিতাবাঘ। কালজানির খাপাইডাঙায়, চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি। অতিবৃষ্টিতে পার্শ্ববর্তী জঙ্গল জলমগ্ন হয়ে পড়াতেই চিতাবাঘটি লোকালয়ে ঢুকতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বনকর্তারা।
ব্যুরো: কোচবিহারে লোকালয়ে ঢুকে পড়ল চিতাবাঘ। কালজানির খাপাইডাঙায়, চিতাবাঘের আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি। অতিবৃষ্টিতে পার্শ্ববর্তী জঙ্গল জলমগ্ন হয়ে পড়াতেই চিতাবাঘটি লোকালয়ে ঢুকতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বনকর্তারা।
উঁচু গাছে চিতাবাঘ। জলপাইগুড়ি কিংবা আলিপুরদুয়ারের চা বাগানে এই দৃশ্য বিরল নয়। কিন্তু, কোচবিহারে চিতাবাঘের দেখা মেলা নতুন খবর।
কোচবিহার দু-নম্বর ব্লকে, কালজানির খাপাইডাঙা। সকালে নদীর তীরে গিয়েছিলেন গ্রামের বাসিন্দা মিতিশ মণ্ডল।ঝোপের ধারে বাঘ দেখতে পান তিনি। ফিরে এসে গ্রামে খবর দেন। গ্রামবাসীরা ধাওয়া করতে গেলে, মিতিশ মণ্ডলের ওপর হামলা করে বাঘটি।
মিতিশ মণ্ডলকে কোচবিহার MJN হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকালয়ে বাঘ এল কী করে, তা নিয়ে ধন্দে বনকর্তারা।