UP Incident: মদ খেয়ে মারে, ভালোবাসে না বরেরা! পালিয়ে একে অপরকে বিয়ে করে নিল ২ বউ...
মদ খেয়ে এসে রোজ মারত স্বামীরা। তাই বাড়ি ছেড়ে এসে একটা শান্তি ও ভালোবাসার জীবন বেছে নিয়েছি। আমরা দম্পতি হিসেবে থাকব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন-রাত মদ খায় স্বামীরা। বলতে গেলে সারাদিন মদেই ডুবে থাকে! আর তাতেই স্বামীদের উপর বিরক্ত হয়ে বাড়ি ছাড়লেন ২ স্ত্রী। শুধু বাড়ি-ই ছাড়লেন না, নিজেরা একে অপরকে বিয়েও করে নিলেন! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে।
জানা গিয়েছে, ওই ২ মহিলার নাম কবিতা ও গুঞ্জা ওরফে বাবলু। দেওরিয়ার স্থানীয় শিব মন্দিরে দুজনে বিয়ে করেন। যাকে স্থানীয় লোকেরা ছোট কাশীও বলে থাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
কবিতা ও বাবলু জানিয়েছেন, ইনস্টাগ্রামে তাঁদের একে অপরের সঙ্গে পরিচয় হয়। একইরকম পরিস্থিতি তাঁদেরকে একে অপরের কাছে এনে দেয়। দুজনেই মদ্যপ স্বামীর হাতে নিত্যদিন অত্যাচারের শিকার হতেন। যেন তাঁদের দেখা হওয়া ভাগ্যেই ছিল!
এরপরই তাঁরা ঠিক করেন যে, এভাবে আর নয়। মন্দিরে বিয়ে করবেন তাঁরা। বিয়েতে গুঞ্জা বরের ভূমিকা নেয়। কবিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। রীতিমতো মালাবদল করে, সাতপাক ঘুরে মন্দিরে বিয়ে সারেন দুজনে।
গুঞ্জার কথায়, "মদ খেয়ে এসে রোজ আমাদের স্বামী আমাদের উপর অমানুষিক অত্যাচার করত। এটাই আমাদের বাধ্য করেছে বাড়ি ছেড়ে এসে একটা শান্তি ও ভালোবাসার জীবন বেছে নিতে। আমরা ঠিক করেছি গোরখপুরে দম্পতি হিসেবে থাকব ও নিজেদের পেট চালানোর জন্য কাজ করব।"
বিবাহিত দম্পতি হিসেবে নতুন জীবন শুরুর জন্য তাঁরা ঘর ভাড়া নেবেন বলেও ঠিক করেছেন। ছোট কাশী মন্দিরের পুরোহিত উমা শঙ্কর পান্ডে বলেন, দুই মহিলা মালা ও সিঁদুর কিনে তাঁর কাছে আসেন। বিয়ের সমস্ত আচার, রীতি-নীতি পালন করেন। বিয়ের পর চলে যান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)