Jannik Sinner vs Alexander Zverev | Australian Open 2025: টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন সিনারের! পেলেন রজার-জোকারদের এলিট ক্লাবের সদস্যপদ...

Jannik Sinner vs Alexander Zverev Australian Open 2025: ফাইনালে জেরেভকে স্ট্রেট সেটে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সিনার  

Updated By: Jan 26, 2025, 06:38 PM IST
Jannik Sinner vs Alexander Zverev | Australian Open 2025: টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন সিনারের! পেলেন রজার-জোকারদের এলিট ক্লাবের সদস্যপদ...
ট্রফি হাতে শান্ত সিনার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রলিয়ান ওপেনের ফাইনালে (Australian Open 2025 Final) মুখোমুখি হয়েছিলেন টেনিস দুনিয়ার দুই তরুণ স্টার ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ (Jannik Sinner vs Alexander Zverev)। কে হাসবেন শেষ হাসি, বছর তেইশের ইতালিয়ান নাকি ২৭ বছরের জার্মান? রবিবাসরীয় ফাইনালে সেদিকেই ছিল সবার চোখ। 

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় যাঁরা রড লেভার এরিনায় চোখ রেখেছিলেন, তাঁরা এদিন হতাশই হলেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলেও জার্মানির জেরেভকে গুঁড়িয়ে দিলেন সিনার। জেরেভের পাওয়ার টেনিসকে সিনারে শৈল্পিক খেলার কাছে হার মানতে হল।

আরও পড়ুন: কপালে তিলক, গলায় মালা, একেবারে সাধুর বেশেই মহাকুম্ভে এলেন মহেন্দ্র!

ফাইনালের সিনারের পক্ষে ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩। পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সিনার। বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় হেলায় হারিয়ে দিলেন বিশ্বের ২ নম্বরকে। এরপর একপেশে টেনিস যে হতে চলেছে, তাঁর আন্দাজ কেউ করতে পারেননি। 

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সিনার। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছেন তিনি। এদিন তাঁর প্রতিপক্ষ জেরেভ অবশ্য ভালো ছন্দেই ছিলেন। কিন্তু সিনার বুঝিয়ে দিলেন যে, তিনি ট্রফি ধরে রাখতেই এসেছেন।

প্রথম সেটেই ৬-৩ জিতে যান সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়িয়ে ছিলেন জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। হতাশায় বেশ কয়েকবার র‍্যাকেট আছড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন সিনার। এদিন তিনি একটিও ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করেননি! 

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! দেশের কপালে জয় 'তিলক' পরিয়ে বিশ্বরেকর্ড বছর বাইশের আগামীর তারকার

সিনার অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জেতার সঙ্গেই কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেলেন। একবিংশ শতাব্দীতে টানা অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী খেলোয়াড়দের এলিট ক্লাবের সদস্যপদ পেলেন সিনার। যে ক্লাবে রয়েছেন আন্দ্রে আগাসি, রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচ।

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.