Pori Moni: 'তাহলে বাংলাদেশে সিনেমা-বিনোদন বন্ধ করে দেওয়া হোক', ক্ষুব্ধ পরীমণি...

Bangladesh Unrest: প্রায় ১৫ দিন ধরে এক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে পরীমনি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করছিল গোটা এলাকায়। বিষয়টি নিয়ে দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ একাধিক সংগঠন পরীমনিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করতে থাকে। পরীমনিকে যাতে না আসে, সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই বাতিল হয় অনুষ্ঠান। 

Updated By: Jan 26, 2025, 12:04 AM IST
Pori Moni: 'তাহলে বাংলাদেশে সিনেমা-বিনোদন বন্ধ করে দেওয়া হোক', ক্ষুব্ধ পরীমণি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের দেশেই কাজে বাধার মুখে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তা ঠেকাতে প্রস্তুতি নেয় হেফাজতে ইসলামসহ একাধিক মুসলিম সংগঠন। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।

আরও পড়ুন- Mamta Kulkarni: সন্ন্যাস নিয়েই অঝোরে কান্না, 'অনেকে ভেবেছিলেন আমি বলিউডে ফিরব', বললেন মমতা...

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল।এটি বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীমনি। ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন তিনি। সেখানে পরীমনি লিখেছেন, ‘এতো চুপ করে থাকা যায় নাকি।’

পরীমনি আরো লিখেছেন, পরীমনি তাঁর ফেসবুকে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে!? অনিরাপদ অনুভব করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা! কি বলার আছে আর...। এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’

আরও পড়ুন- Shah Rukh Khan: ভুল করে বেশি দামে 'মন্নত' বিক্রি! শাহরুখকে কোটি কোটি টাকা ফেরত দিতে চলেছে সরকার...

প্রথম এক ঘণ্টায় ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেন সেই পোস্টে। মন্তব্য জমা হয়েছে প্রায় ২৩ হাজার। শেয়ার হয়েছে সাড়ে ৩ হাজার। কয়েক দিন ধরে টাঙ্গাইলে শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরীমনি। জানিয়েছিলেন, তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন।

আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর মাসুদ রানা জানান, গত বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম নামক একজন প্রথমে ফোন করে জানান, তাঁরা পরীমনিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না। বাধার মুখে পরীমনির টাঙ্গাইল না যেতে পারার খবর প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে দিনভর আলোচনা হয়। অবশেষে রাতে বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.