২৪ ঘণ্টা পেরিয়েও উঠল না খড়্গপুর IIT-তে ছাত্রবিক্ষোভ

নজিরবিহীন ছাত্র বিক্ষোভ খড়গপুর IITতে। আচমকা ফি বৃদ্ধির প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে ছাত্রছাত্রীরা। ২৪ ঘণ্টা পর দুপুরে ডিরেক্টর মুক্ত হলেও, ওঠেনি অবস্থান। দাবিতে অনড় ছাত্রছাত্রীরা।

Updated By: Dec 21, 2016, 08:16 PM IST
২৪ ঘণ্টা পেরিয়েও উঠল না খড়্গপুর IIT-তে ছাত্রবিক্ষোভ

ওয়েব ডেস্ক : নজিরবিহীন ছাত্র বিক্ষোভ খড়গপুর IITতে। আচমকা ফি বৃদ্ধির প্রতিবাদে রাতভর অবস্থান বিক্ষোভে ছাত্রছাত্রীরা। ২৪ ঘণ্টা পর দুপুরে ডিরেক্টর মুক্ত হলেও, ওঠেনি অবস্থান। দাবিতে অনড় ছাত্রছাত্রীরা।

সেমেস্টারের মাঝে একধাক্কায় দ্বিগুন করা হয়েছে হস্টেল ফি। মাথায় বাজ গবেষকদের। IIT-তে গবেষণার জন্য প্রতিমাসে ২০-২২ হাজার টাকা স্টাইপেন্ড পান তাঁরা। তাঁদের অভিযোগ, ফি বৃদ্ধির জেরে সেই টাকার বেশিরভাগই বেরিয়ে যাবে। যদিও ফি বৃদ্ধির দায় ছাত্রছাত্রীদের ঘাড়েই চাপিয়েছেন রেজিস্ট্রার।

ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। রাতভর ঘেরাও ছিলেন ডিরেক্টর। সকাল দশটা নাগাদ ডিরেক্টর বেরিয়ে গেলেও, অবস্থান থেকে সরে আসেননি ছাত্রছাত্রীরা।

.