শিশু খুনে ৪০ বছরের কারাদণ্ড!

৪০ বছরের কারাদণ্ড! সাড়ে বছরের শিশুকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত খোদাবক্স মোল্লাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বসিরহাট আদালত। ঘটনাটি ঘটে ২০০৯ সালে হাড়োয়ার বকজুড়ি গ্রামে।

Updated By: Dec 21, 2016, 05:36 PM IST
শিশু খুনে ৪০ বছরের কারাদণ্ড!

ওয়েব ডেস্ক : ৪০ বছরের কারাদণ্ড! সাড়ে বছরের শিশুকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত খোদাবক্স মোল্লাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বসিরহাট আদালত। ঘটনাটি ঘটে ২০০৯ সালে হাড়োয়ার বকজুড়ি গ্রামে।

জমিজমা নিয়ে গোলমাল। আর তার জেরেই প্রতিবেশী ফতিমা বিবির সাড়ে চার বছরের শিশুকে গলায় পাট জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে ওই গ্রামেরই বাসিন্দা খোদাবক্স মোল্লা। খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় খোদাবক্সকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন, M.Tech ছেলের 'অমানবিক' কীর্তি!

.