হোটেল কর্মী খুন, রণক্ষেত্র পুরুলিয়া

হোটেলকর্মীকে গুলি করে খুনের জের। রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া নামোপাড়া। হোটেলটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। গতকাল রাতে গুলি করে খুন করা হয় হোটেলকর্মী ভাস্কর চ্যাটার্জিকে। অভিযোগ ওঠে হোটেলমালিক আশিস ব্যানার্জির বিরুদ্ধে।

Updated By: Nov 6, 2013, 02:29 PM IST

হোটেলকর্মীকে গুলি করে খুনের জের। রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া নামোপাড়া। হোটেলটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। গতকাল রাতে গুলি করে খুন করা হয় হোটেলকর্মী ভাস্কর চ্যাটার্জিকে। অভিযোগ ওঠে হোটেলমালিক আশিস ব্যানার্জির বিরুদ্ধে।
এরপরেই পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে হোটেলটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত হোটেলমালিক আশিস ব্যানার্জি পুরুলিয়া পুরসভার প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর। বাসিন্দাদের দাবি, তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তবু ব্যবস্থা নেয়নি পুলিস।
বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে হোটেলের সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী৷ বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ হোটেলে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেন বাসিন্দারা৷ লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের তদন্ত শুরু করেছে পুলিস৷
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হোটেল মালিক৷ তাঁর খোঁজে তল্লাসি শুরু হয়েছে৷ উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে৷ কিন্তু কি কারণে এই খুন?   

.