ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে, নিমতায় এলাকা দখলের লড়াই শাসক দলের দুই গোষ্ঠীর
ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে। এবারে ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার নিমতা অঞ্চল। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনায় আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতা তপন চক্রবর্তী। তাঁর আঘাত গুরুতর।
ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে। এবারে ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার নিমতা অঞ্চল। অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। ঘটনায় আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতা তপন চক্রবর্তী। তাঁর আঘাত গুরুতর।
এর পাশাপাশি আরও কয়েকজন তৃণমূল কর্মীও জখম হয়েছেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলর কল্যাণ করের নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ অন্য গোষ্ঠীর।
তপন চক্রবর্তীর বাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল সেখান যায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। আহত তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। গোটা ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করে বলেন, পুলিস তদন্ত শুরু হয়েছে।
ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় সিপিআইএম লোক ঢুকিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। যা বরদাস্ত করা হবে না বলেই হুঁশিয়ারি মদন মিত্রের।