সমবেদনা জানাতে গিয়ে ক্ষোভের মুখে এলাকা ছাড়লেন মন্ত্রী

কয়েকদিন ধরেই মন্ত্রীর উপর রাগে ফুঁসছিলেন ডুয়ার্সের বানারহাটের মানুষ। মন্ত্রীকে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। সাধারণ মানুষের প্রবল বিক্ষোভের জেরে কোনও ক্রমে এলাকা ছাড়লেন মন্ত্রী।

Updated By: May 1, 2012, 09:15 PM IST

কয়েকদিন ধরেই মন্ত্রীর উপর রাগে ফুঁসছিলেন ডুয়ার্সের বানারহাটের মানুষ। মন্ত্রীকে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। সাধারণ মানুষের প্রবল বিক্ষোভের জেরে কোনও ক্রমে এলাকা ছাড়লেন মন্ত্রী।
বন্‌‌‌ধে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে মঙ্গলবার বানারহাট এলাকায় গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মোর্চা এবং জন বার্লা গোষ্ঠীর বন্‌‌ধ চলাকালীন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বানারহাট। বন্‌‍ধ সমর্থনকারীদের ধরিয়ে দেওয়া আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল প্রায় ১৩টি দোকান। ঘটনার পর মন্ত্রী এলাকায় না আসায় ক্ষোভে ফুঁসছিলেন বানারহাটের মানুষ। আঁচ পেয়ে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর জন্য এদিন মন্ত্রীকে এলাকায় নিয়ে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা।
কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। মন্ত্রীকে সামনে পেয়েই নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভের মুখে পড়ে একসময় মেজাজও হারান মন্ত্রী। পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন তিনি।

.