বারুইপুরে আক্রান্ত কৃষকসভার নেতা, অভিযোগ তৃণমূলের দিকে

বারুইপুরে আক্রান্ত হলেন এক সিপিআইএম নেতা। তাঁর নাম আসরফ সর্দার।

Updated By: May 1, 2012, 11:39 AM IST

বারুইপুরে আক্রান্ত হলেন এক সিপিআইএম নেতা। তাঁর নাম আসরফ সর্দার। 
মঙ্গলবার সকালে দক্ষিণ পদ্মজোলার বাসিন্দা ও কৃষকসভার নেতা আসরফ সর্দার সূর্যপুর হাট থেকে বাড়ি ফিরছিলেন।  কদমতলার মোড়ের কাছে একদল দুষ্কৃতী চড়াও হয় তাঁর ওপর। গাছে বেঁধে ওই নেতাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সিপিআইএম নেতা কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  আহত আসরফ সর্দারকে হাসপাতালে দেখতে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে জেলা সিপিআইএম নেতৃত্ব।

.