উত্তপ্ত হুগলির পুরশুড়া, প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান দুই বিধায়কের কাজিয়া
উত্তপ্ত হুগলির পুরশুড়া। প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান, দুই বিধায়কের কাজিয়া। বোমা,গুলি,ঘর ভাঙচুর,মার,পাল্টা মারের রাজনীতিতে অশান্ত এলাকা। প্রতিদিনই চলছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের অভিযোগ, বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর দৌরাত্ম্যেই ঘরে ফিরতে পারছেন না তাঁদের বহু কর্মী। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নুরুজ্জামান। উত্তপ্ত হুগলির পুরশুড়া। প্রতি রাতই আতঙ্কের। রাত বাড়লেই আরামবাগের হরিণখোলা এলাকায় শুরু হয়ে যায় বোমা,গুলির লড়াই। বর্তমান বিধায়ক নুরুজ্জামান ও প্রাক্তন বিধায়ক পারভেজ গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত এলাকা। প্রাক্তন বিধায়ক পারভেজের অভিযোগ, বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর দৌরাত্ম্যেই ঘরে ফিরতে পারছেন না তাদের বহু কর্মী। ঘরছাড়া প্রায় সত্তরজন কর্মী আশ্রয় নিয়েছেন পুরশুড়া ব্লক তৃণমূল কার্যালয়ে। ঘরে ফেরার চেষ্টা করলেই তাদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ
ওয়েব ডেস্ক: উত্তপ্ত হুগলির পুরশুড়া। প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান, দুই বিধায়কের কাজিয়া। বোমা,গুলি,ঘর ভাঙচুর,মার,পাল্টা মারের রাজনীতিতে অশান্ত এলাকা। প্রতিদিনই চলছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের অভিযোগ, বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর দৌরাত্ম্যেই ঘরে ফিরতে পারছেন না তাঁদের বহু কর্মী। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নুরুজ্জামান। উত্তপ্ত হুগলির পুরশুড়া। প্রতি রাতই আতঙ্কের। রাত বাড়লেই আরামবাগের হরিণখোলা এলাকায় শুরু হয়ে যায় বোমা,গুলির লড়াই। বর্তমান বিধায়ক নুরুজ্জামান ও প্রাক্তন বিধায়ক পারভেজ গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত এলাকা। প্রাক্তন বিধায়ক পারভেজের অভিযোগ, বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর দৌরাত্ম্যেই ঘরে ফিরতে পারছেন না তাদের বহু কর্মী। ঘরছাড়া প্রায় সত্তরজন কর্মী আশ্রয় নিয়েছেন পুরশুড়া ব্লক তৃণমূল কার্যালয়ে। ঘরে ফেরার চেষ্টা করলেই তাদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ
আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!
অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নুরুজ্জামান। সংঘর্ষ, বোমাবাজি, মার, পাল্টা মার, বাড়ি ভাঙচুর, লুঠপাট। এসব নিয়েই জ্বলছে পুরশুড়া। বর্তমান বিধায়ক নুরুজ্জামানের দৌরাত্ম্যের নালিশ নিয়ে কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের দ্বারস্থ হয়েছিলেন পারভেজ অনুগামীরা। পারভেজ গোষ্ঠীর অভিযোগ, অশান্তি মেটাতে কোনও পদক্ষেপই নেননি মন্ত্রী।