শ্রমিক দিবসে কাজ হারালো ৭ হাজার শ্রমিক, স্থায়ী কর্মচারী করার দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের

মে দিবসেই উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বন্ধ হয়ে গেল ২ টি জুটমিল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে এদিন নফরচন্দ্র জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। একই কারণ দেখিয়ে এদিন কাঁকিনাড়া জুটমিলও বন্ধ করে দেওয়া হয়। ২ টি মিল মিলিয়ে বেকার হলেন প্রায় ৭ হাজার শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা অবশ্য মিল বন্ধের জন্য মালিকপক্ষকেই দায়ী করেছেন। চক্রান্ত করেই মালিকপক্ষ মিল বন্ধ করেছে বলে শ্রমিকদের অভিযোগ।

Updated By: May 1, 2015, 04:15 PM IST
শ্রমিক দিবসে কাজ হারালো ৭ হাজার শ্রমিক, স্থায়ী কর্মচারী করার দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের

ওয়েব ডেস্ক: মে দিবসেই উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বন্ধ হয়ে গেল ২ টি জুটমিল। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে এদিন নফরচন্দ্র জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। একই কারণ দেখিয়ে এদিন কাঁকিনাড়া জুটমিলও বন্ধ করে দেওয়া হয়। ২ টি মিল মিলিয়ে বেকার হলেন প্রায় ৭ হাজার শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা অবশ্য মিল বন্ধের জন্য মালিকপক্ষকেই দায়ী করেছেন। চক্রান্ত করেই মালিকপক্ষ মিল বন্ধ করেছে বলে শ্রমিকদের অভিযোগ।

মে দিবসে প্রতিবাদের ছবি দেখা গেল বিধাননগরে। কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বিধাননগর পুরসভার সাফাই কর্মীরা আন্তর্জাতিক শ্রমিক দিবসে ছুটির আর্জি জানিয়েছিল সাফাই কর্মীরা। ছুটি মঞ্জুর করেনি কতৃপক্ষ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বিক্ষোভের জেরে সকাল থেকেই শিকেয় ওঠে এলাকার জঞ্জাল সাফাইয়ের কাজ। ছুটির পাশাপাশি স্থায়ী কর্মচারী করা সহ একাধিক দাবি জানান সাফাই কর্মীরা। তাঁদের দাবি না মেটানো পর্যন্ত সাফাইয়ের কাজ বন্ধ রাখার হুমকিও দেন বিক্ষোভকারীরা।

.