UAPA-তে দোষী সাব্যস্ত ছত্রধরের কাল সাজা ঘোষণা, হতে পারে মৃত্যুদণ্ডও

 তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের STF। ছত্রধর মাহাতর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও, কাঁটাপাহাড়ির একটি মাইন বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয় তাঁকে।

Updated By: May 11, 2015, 04:38 PM IST
UAPA-তে দোষী সাব্যস্ত  ছত্রধরের কাল সাজা ঘোষণা, হতে পারে মৃত্যুদণ্ডও

ওয়েব ডেস্ক: ছত্রধর মাহাতকে UAPA (আইনলফুল অ্যাকটিভিটিস প্রিভিনেসন অ্যাক্ট)-তে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর জেলা আদালত। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে মহাঅষ্টমীর দিন বীরকার গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। ছত্রধর মাহাতর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও, কাঁটাপাহাড়ির একটি মাইন বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয় তাঁকে। মামলা দায়ের করা হয় UAPA ধারায়।

একই মামলায় অভিযুক্ত করা হয় পুলিসি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির কোষাধ্যক্ষ সুখশান্তি বাস্কেকে। ওই মামলায় অপর অভিযুক্তরা হলেন রাজা সরখেল ও প্রসূন চ্যাটার্জি। আজ মেদিনীপুর জেলা আদালত ছত্রধর ও তাঁর তিন সঙ্গী শম্ভু সোরেন, সুখশান্তি বাস্কে, শোভন মুর্মুকে UAPA-তে দোষী সাব্যস্ত করে। রাজা সরখেল ও প্রসূন চ্যাটার্জি দেশদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হলেও, তাঁদের UAPA থেকে রেহাই দেওয়া হয়েছে।

.