ভোটের 'মার্কশিটে' রাজ্যে যে যে কেন্দ্রে বিজেপি 'সেকেন্ড'

ওয়েব ডেস্ক : ২০১৪-র মোদী ঝড় বঙ্গে এখন অনেকটাই ফিকে। শতাংশের হারে ভোটও কমেছে বিজেপির। ২০১৪-র লোকসভা ভোটে যেখানে বিজেপির ঝুলিতে গিয়েছিল ১৭ শতাংশ ভোট, সেখানে এবার বিজেপি পেয়েছে ১০ শতাংশের একটু বেশি ভোট। কিন্তু, এরই মাঝে ৬টি আসনে বিজেপি প্রাপ্ত ভোটের বিচারে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

রাজ্যের ৬৬টি আসনে বিজেপি ভোট পেয়েছে ২০,০০০ থেকে ৩০,০০০-এর মধ্যে। ৩০,০০০ থেকে ৪০,০০০ মধ্যে বিজেপি ভোট পেয়েছে, এমন কেন্দ্রের সংখ্যা ১৬টি।  আর ৬টি কেন্দ্রে বিজেপি অসম্ভব ভালো ফল করেছে। সেখানে তারা ভোট পেয়েছে ৪০,০০০ থেকে ৫০,০০০-এর মধ্যে।  এই ৬টি কেন্দ্র হল- আসানসোল উত্তর, বসিরহাট দক্ষিণ, জোড়াসাঁকো, কালচিনি, কুলটি, নয়াগ্রাম। এই ছয়টি কেন্দ্রেই প্রাপ্ত ভোটের বিচারে বিজেপি 'সেকেন্ড'।

English Title: 
BJP in second position
News Source: 
Home Title: 

ভোটের 'মার্কশিটে' রাজ্যে যে যে কেন্দ্রে বিজেপি 'সেকেন্ড'

ভোটের 'মার্কশিটে' রাজ্যে যে যে কেন্দ্রে বিজেপি 'সেকেন্ড'
Yes
Is Blog?: 
No
Section: