India Summons Bangladesh Diplomat: সীমান্তে বাড়ছে উত্তেজনা, এবার দিল্লিতে তলব বাংলাদেশি কূটনীতিককে

India Summons Bangladesh Diplomat: বিএসএফকে সীমান্তে বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। এনিয়ে গতকালই ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক

Updated By: Jan 13, 2025, 03:12 PM IST
India Summons Bangladesh Diplomat: সীমান্তে বাড়ছে উত্তেজনা, এবার দিল্লিতে তলব বাংলাদেশি কূটনীতিককে

সিদ্ধান্ত সিব্বল: গতকালই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক। সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে হওয়া ওই বৈঠকের পর আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিককে ডেকে পাঠাল ভারত। সূত্রে খবর ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও এলাকার মানুষজন। এনিয়ে উত্তেজনা নিরসনে ইতিমধ্যেই বিএসএফ ও বিজিবির মধ্যে একতরফা ফ্লাগ মিটিং হয়ে গিয়েছে। তার পরও সমস্য়া মেটেনি। সেই সমস্যা মেটাতেই এই তলব বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-দক্ষিণ কলকাতার নামী স্কুলে পড়ুয়াদের উপর ভেঙে পড়ল কাচ! গুরুতর আহত ২, বিক্ষোভে অভিভাবকরা...

উল্লেখ্য, দীর্ঘ ৪০৯৬ কিলোমিটার লম্বা ভারত-বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে ৩১৮০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। সেই বেড়া দিতে গিয়েই সমস্যায় পড়তে হচ্ছে বিএসএফকে। গতকালই ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন সীমান্ত সমস্যা নিয়ে এক বৈঠকে মিলিত হন। বাংলাদেশের তরফে বলা হয়েছে, উপযুক্ত আলোচনা ছাড়াই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। এতে দুদেশের মধ্যে সম্পর্কের অবণতি হতে পারে। আশা করা যায় এনিয়ে বিজিবি ও বিএসএফের বৈঠকে সমাধানসূত্র মিলবে।

প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে দুদেশের মধ্যে সম্পর্কের অবণতি হয়েছে। সর্বশেষ জটিলতা সৃষ্টি হয়েছে সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। গ্রেফতার করা হয়েছে ইস্কনের এক প্রাক্তন সাধুকে। এনিয়েও প্রতিবাদ করেছে ভারত। কিন্তু ওইসব অভিযোগ স্বীকার করতে নারাজ বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের তরফে দাবি করা হচ্ছে ভারত যেসব অভিয়োগ তুলছে তা বাড়িয়ে বলা হচ্ছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার দফতরের তরফে যে সাফাই দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দেশে ১৪১৫টি ক্ষেত্রে সংখ্য়ালঘুদের উপরে হামলার যে অভিযোগ তোলা হচ্ছে তার ৯৮ শতাংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মনে করিয়ে দেওয়া যেতে পারে গত বছর থেকে এখনওপর্যন্ত বাংলাদেশে ২০১০টি  ক্ষেত্রে দেশের সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে। এমনটাই দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.