Uttar Pradesh: বন্ধুর ফ্ল্যাটের সাততলা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য...

Noida: তাপস নামে ওই ছাত্র নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবি-র ছাত্র ছিলেন। শনিবার, তিনি তাঁর এক বন্ধুর সাত তলার ফ্ল্যাটে পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। আত্মহত্যা নাকি অন্য কিছু? তাপসের মৃত্য়ু ঘিরে ঘনাচ্ছে রহস্য। তদন্তে পুলিস।

Updated By: Jan 12, 2025, 09:20 AM IST
Uttar Pradesh: বন্ধুর ফ্ল্যাটের সাততলা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার! আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়েছিলেন। সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাত তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু পড়ুয়ার। ঘটনাটি ঘটে, নয়ডাতে। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে।

জানা গিয়েছে, তাপস নামে ওই ছাত্র নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবি-র ছাত্র ছিলেন। শনিবার, তিনি তাঁর এক বন্ধুর সাত তলার ফ্ল্যাটে পার্টিতে গিয়েছিলেন। বন্ধুর বাড়ি নয়ডার সেক্টর ৯৯-এর সুপ্রিম টাওয়ারে। প্রাথমিক তদন্তের পর পুলিস চার থেকে পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। কয়েকজনকে হেফাজতেও নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মৃত পড়ুয়ার বাবাও একজন আইনজীবী, গাজিয়াবাদের বাসিন্দা।

তাপসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নয়ডা পুলিস কমিশনারেটের সাংবাদিকদের জানিয়েছে, পড়ুয়ার পরিবারকে জানানো হয়েছে এবং বিষয়টি 'সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে'। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন কর্কট, কোনও কিছুকেই অবহেলা করবেন না ধনু...

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

উল্লেখ্য, কিছুদিন আগেই একই পরিবারে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়ি থেকেই উদ্ধার করা হয় তাদের দেহ। নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের তিন মেয়ে রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম। দম্পতির মৃতদের বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে তিন শিশুর দেহ পাওয়া যায় বেড বক্স থেকে। ঘটনাটি ঘটে, উত্তরপ্রদেশের মেরঠে।

পুলিস সূত্রে জানা যায়, প্রত্যেক নিহতদের মাথায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, তাদের কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এসএসপি ভিপিন টাডা জানিয়েছেন, য়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে, এটি ব্যক্তিগত শত্রুতার জের ধরে হত্যার ঘটনা বলে মনে হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.