রাজ্য সড়ক নির্মাণে বড়সড় দুর্নীতির হদিশ পেল বাঁকুড়া জেলা পরিষদ

Updated By: Jan 7, 2015, 11:34 PM IST

রাজ্য সড়ক নির্মাণে বড়সড় দুর্নীতির হদিশ পেল বাঁকুড়া জেলা পরিষদ। অভিযোগ, বরাত পাওয়া সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে। তদন্ত আর কড়া শাস্তির দাবি জানিয়ে পূর্তমন্ত্রীকে চিঠি দিয়েছে জেলা পরিষদ। আট নম্বর রাজ্য সড়ক, অর্থাত্‍ বাঁকুড়া থেকে শালতোড়া পর্যন্ত রাস্তা চওড়া ও মজবুত করতে কেন্দ্রীয় প্রকল্পে অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করা হয়।

২০১৪ সালে কাজ বরাত পায় ভারত বাণিজ্য ইস্তার্ন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। কাজও শুরু হয়। কাজ দেখভালের দায়িত্ব পায় জেলা পূর্ত দফতর। কিন্তু দেখা যায়, ছাতনা পর্যন্ত রাস্তা তৈরি যথাযথ হলেও বাকি রাস্তায় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। জেলা পরিষদের অভিযোগ, কাজ না করে প্রায় কুড়ি কোটি টাকা সরিয়ে দিয়েছে সংস্থাটি।

ঠিকাদার সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কিছু বলতে চাননি। প্রশ্ন উঠছে পূর্ত দফতরের ভূমিকা নিয়েও। এ নিয়ে পূর্তমন্ত্রীর দ্বারস্থ হয়েছে বাঁকুড়া জেলা পরিষদ।

 

.