এবার ভোটেও মরা সিঙ্গুরে বিরোধীদের ভরসা সেই ন্যানো

মরা সিঙ্গুরে বিরোধীদের ভরসা ন্যানো। আজ সিঙ্গুরে গিয়ে সিপিএম প্রার্থী রবীন দেব চড়ে বসলেন ন্যানোতেই। প্রতীকি ন্যানোতে চড়ে বার্তা দিলেন, ক্ষমতায় ফিরলে সিঙ্গুরে ফিরবে গাড়ি কারখানা। সিঙ্গুর হবে আরেকটা দুর্গাপুর বা হলদিয়া।

Updated By: Mar 10, 2016, 03:18 PM IST
এবার ভোটেও মরা সিঙ্গুরে বিরোধীদের ভরসা সেই ন্যানো

ওয়েব ডেস্ক: মরা সিঙ্গুরে বিরোধীদের ভরসা ন্যানো। আজ সিঙ্গুরে গিয়ে সিপিএম প্রার্থী রবীন দেব চড়ে বসলেন ন্যানোতেই। প্রতীকি ন্যানোতে চড়ে বার্তা দিলেন, ক্ষমতায় ফিরলে সিঙ্গুরে ফিরবে গাড়ি কারখানা। সিঙ্গুর হবে আরেকটা দুর্গাপুর বা হলদিয়া।

সিঙ্গুর আন্দোলনের ওপর ভর করেই পালাবদল হয় রাজ্যে। প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পাবেন। কিন্তু না। পাঁচ বছর কাটতে চললেও জমি ফেরত পাননি কেউই। সিঙ্গুরে কারখানাও হয়নি। আইনের জটে এখন আটকে সিঙ্গুর। সিঙ্গুরের হাজার একর এখন বদ্ধভূমি। সেই মরুভূমিতে মরুদ্যানের স্বপ্ন এখনও বেঁচে। বিরোধীরা এখনও বলেন, সিঙ্গুরে কারখানা হবেই।

বৃহস্পতিবার সকাল সকাল সিঙ্গুর পৌছে যান সিপিএম প্রার্থী। ন্যানো সামনে দেখে উঠে বসেন রবীন দেব। এরপর প্রতীকি ন্যানোতে চড়েই প্রচার সিঙ্গুরের আনাচে কানাচে। বার্তা একটাই, ক্ষমতায় ফিরলে, সিঙ্গুরে ন্যানো কারখানা হচ্ছেই। কারখানা হবে কি হবে না, তা জানে না সিঙ্গুরবাসী। তবে সামনে আরও একটা ভোট। আবারও স্বপ্নের কেনাবেচা সিঙ্গুর জুড়ে।

.