Maoists Encounter: জওয়ানদের গুলিতে ঝাঁঝরা কিষেনজির থেকেও দামি মাও-মাথা, নিহত আরও ১৩...
Odisha-Chhattisgarh border: পুলিস জানিয়েছে, এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চালাপাতি। তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ওড়িশার সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলায় টানা ৩৬ ঘণ্টা অভিযানের পর এল সাফল্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বস্তারের জঙ্গলে ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য নিরাপত্তাবাহিনীর। মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে কমপক্ষে ১৪ জন মাওবাদী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই মহিলা মাওবাদী সদস্যকে সোমবারই খতম করেছিল নিরাপত্তা বাহিনী। মৃতদের মধ্যে এক মাওবাদী নেতা জয়রাম ওরফে চালাপাতির মাথার দাম ছিল ১ কোটি টাকা।
আরও পড়ুন, Mahakumbh 2025 Fire: মহাকুম্ভে পুণ্যার্থীদের তাঁবুতে ফের আগুন, প্রবল আতঙ্ক, ছুটল দমকল....
এদিন অভিযান চালায় কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিসের যৌথবাহিনী। পুলিস জানিয়েছে, গোপন সূত্রে মাওবাদী গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও পুলিস সূত্রের খবর। গোপন সূত্রে মাওবাদী গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল বলে পুলিসের দাবি।
ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া জানিয়েছেন, গোয়েন্দা বিভাগের তথ্যের সূত্রে, ওড়িশা পুলিস, ছত্তিশগড় পুলিস এবং সিআরপিএফ নোয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে যায়। পুলিসের দাবি, নিহতরা নিষিদ্ধ সংগঠন মাওবাদীর সশস্ত্র বাহিনী পিএলজিএ, তথা পিপলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী দলের সদস্য। তবে তাদের পরিচয় এখনও কিন্তু জানা যায়নি।
সোমবারের অপারেশনে মাওবাদীদের হেফাজত থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এ মাসের শুরুতেই বিজাপুরের কুটরু রোডে আইডি বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। তারপরেই কেন্দ্রীয় আধাসেনা ও পুলিসের যৌথবাহিনী উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইন-সন্ধানী যন্ত্র এনে বস্তার ডিভিশন জুড়ে ল্যান্ডমাইন এবং আইইডির খোঁজে জোরকদমে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন, Ladakh | Hanle: এমন জায়গায় যেতে চান, যেখানে তারা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে? তাহলে আসুন এই গ্রামে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)