আক্রান্ত রামনগরের সিপিএম প্রার্থী তাপস সিনহা
দিঘা স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে গিয়ে আক্রান্ত হন রামনগরের সিপিএম প্রার্থী তাপস সিনহা। তাঁর সঙ্গে ছিলেন রামনগরের সিপিএম অঞ্চল সম্পাদক আশিস প্রামাণিক। আক্রান্ত হন তিনিও।
ওয়েব ডেস্ক: দিঘা স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে গিয়ে আক্রান্ত হন রামনগরের সিপিএম প্রার্থী তাপস সিনহা। তাঁর সঙ্গে ছিলেন রামনগরের সিপিএম অঞ্চল সম্পাদক আশিস প্রামাণিক। আক্রান্ত হন তিনিও।
মাত্র একজন চিকিত্সক অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিত্সা করছিলেন। হাসপাতালের বাইরে একটি ক্লিনিকে হাসপাতালেরই অন্য এক চিকিত্সক রোগী দেখছিলেন। তাঁকে হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিত্সা করার অনুরোধ করেন তাপস। তখনই রামনগর এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং তাঁর অনুগামীরা তাপসের ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায়, চোখে ও বুকে আঘাত নিয়ে রামনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাপস সিনহা।
আক্রান্ত হওয়ার পর কী বললেন তিনি দেখুন ভিডিও।