সূর্যকান্তের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বাঁকুড়ায় দলীয় সভা সেরে ফেরার পথে খাতরার কাছে সূর্যকান্ত মিশ্রর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। দূর হটো এবং গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস।
দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে বিরোধী দলনেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বাঁকুড়ায় দলীয় সভা সেরে ফেরার পথে খাতরার কাছে সূর্যকান্ত মিশ্রর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। দূর হটো এবং গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস।
দিল্লিতে মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় বাম কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিরোধীদের দলীয় অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার বাঁকুড়ায় তৃণমূলকর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এদিন বিকেল তিনটে নাগাদ বাঁকুড়ার বারিকুল থানার ঝিলিমিলিতে দলীয় সভা ছিল সিপিআইএমের। ভিড়ে ঠাসা সেই সভায় দিল্লিতে রাজ্যের মন্ত্রীদের হেনস্থার ঘটনার নিন্দা করেন সূর্যকান্ত মিশ্র।
আমরা এটাকে তুচ্ছ ছোট্ট ঘটনা মনো করি না। সঙ্গে আরোগ্য কামনা।
সভা শেষে বাঁকুড়ার দিকে রওনা হয় সূর্যকান্ত মিশ্রর কনভয়। খাতরার পেট্রোলপাম্প মোড়ের কাছে কনভয় পৌঁছলে কালো পতাকা নিয়ে গাড়ির দিকে তেড়ে যান প্রায় শদেড়েক তৃণমূলকর্মী সমর্থক। সূর্যকান্ত মিশ্রকে উদ্দশ্য করে স্লোগানও দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস। এরপর ফের রওনা দেয় বিরোধী দলনেতার কনভয়। সূর্যকান্ত মিশ্রর বাঁকুড়া সফর ঘিরে যথেষ্ট পুলিসি নিরাপত্তার ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও যেভাবে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা, তাতে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কেন পুলিসের কাছে বিক্ষোভের আগাম খবর ছিল না, উঠেছে সেই প্রশ্নও।