তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে কেশপুরে আহত ১৫

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা মহিলাও। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিসও। আহত  ৪ পুলিসকর্মী। কেশপুরের ৪ নম্বর অঞ্চলের তৃণমূল সভাধিপতি সুলতান চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ প্রাক্তন সভাপতি  মির্জা সইফুল ইসলামের। আজ ওই এলাকায় মিছিলের ডাক দেয় সইফুল ইসলাম গোষ্ঠী।

Updated By: Jan 26, 2017, 08:11 PM IST
তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে কেশপুরে আহত ১৫
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা মহিলাও। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিসও। আহত  ৪ পুলিসকর্মী। কেশপুরের ৪ নম্বর অঞ্চলের তৃণমূল সভাধিপতি সুলতান চৌধুরীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ প্রাক্তন সভাপতি  মির্জা সইফুল ইসলামের। আজ ওই এলাকায় মিছিলের ডাক দেয় সইফুল ইসলাম গোষ্ঠী।

আরও পড়ুন- শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার ভাঙড় আন্দোলনের নেতা প্রদীপ সিং ঠাকুর

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সুলতান চৌধুরীর সমর্থকেরা। এরপরেই বচসা থেকে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। তবে তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পানের দাবি, এই ঘটনা আদৌ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নয়। যাত্রা  অনুষ্ঠান ও টাকার ভাগ নিয়ে গ্রামের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

.