পৃথিবীর যে ১০টি দেশে মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, তালিকায় ভারত কত নম্বরে?

বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে মহিলারা একদমই সুরক্ষিত নয়। প্রতি মুহূর্তে সেখানে মেয়েরা লিঙ্গ বৈষম্য, কন্যাভ্রূণ হত্যা, গৃহ হিংসা, ধর্ষণের মত ঘটনার শিকার হচ্ছে। এরকম ১০টি দেশ রয়েছে পৃথিবীতে। যেখানে মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই তালিকায় রয়েছে ভারতও।

Updated By: Jun 2, 2016, 02:48 PM IST
পৃথিবীর যে ১০টি দেশে মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত, তালিকায় ভারত কত নম্বরে?

ওয়েব ডেস্ক : বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে মহিলারা একদমই সুরক্ষিত নয়। প্রতি মুহূর্তে সেখানে মেয়েরা লিঙ্গ বৈষম্য, কন্যাভ্রূণ হত্যা, গৃহ হিংসা, ধর্ষণের মত ঘটনার শিকার হচ্ছে। এরকম ১০টি দেশ রয়েছে পৃথিবীতে। যেখানে মেয়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই তালিকায় রয়েছে ভারতও।

পাকিস্তান- ভারতের পড়শি এই দেশে মহিলাদের অবস্থা ভয়াবহ। মধ্যযুগীয় অত্যাচার চলে মেয়েদের উপর। পাথর ছুঁড়ে হত্যা, অ্যাসিড আক্রমণ, অনার কিলিংয়ের মত ঘটনা এখানে সবচেয়ে বেশি।

ব্রাজিল- রিপোর্ট অনুযায়ী, ব্রাজিলে প্রতি ১৫ সেকেন্ডে একজন করে মহিলা নিগৃহীতা ও খুন হন।

সোমালিয়া- আফ্রিকার এই দেশটির ৯৫ শতাংশ মেয়ের ৪ থেকে ১১ বছরের মধ্যে যৌনাঙ্গে অঙ্গহানি (FGM) করা হয়। বাল্যবিবাহ, যৌন নিগ্রহ এখানে আকছার ঘটে।

কঙ্গো- প্রতিদিন এখানে ১,১৫০ জন নারী যৌন হেনস্থার শিকার হয়।

আফগানিস্থান-  প্রতি লাখে এখানে ৪০০ জন করে মেয়ে বা মহিলার মৃত্যু হয় অত্যাচারে ও নিগ্রহের ফলে।

মেক্সিকো- এই দেশেও মহিলাদের গৃহ হিংসা, যৌন নির্যাতন থেকে বাঁচাতে কোনও আইন নেই।

মিশর- এই দেশে মেয়েরা নির্যাতনে শিকার হয় ঘরে-বাইরে, কিন্তু কোনও বিচার পায় না।

কলোম্বিয়া- লিঙ্গ বৈষম্যের কারণে হিংসার ঘটনা এখানে সর্বাধিক।

ভারত- গণধর্ষণ, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যা এখানে নিত্য ঘটনা।

থাইল্যান্ড- একদিকে যেমন বিখ্যাত পর্যটন কেন্দ্র, তেমনই দেহব্যবসার রমরমা। লিঙ্গ বৈষম্য, যৌন হেনস্থার মত ঘটনা এখানে প্রায় রোজ ঘটে।

.