গ্রিস সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে আন্দোলন

বিক্ষোভের আঁচে পুড়ছে গ্রিস। সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের প্রধান শ্রমিক সংগঠন। ধর্মঘটের জেরে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে ।

Updated By: Oct 5, 2011, 08:24 PM IST

বিক্ষোভের আঁচে পুড়ছে গ্রিস। সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের প্রধান শ্রমিক সংগঠন।
ধর্মঘটের জেরে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে । বুধবার বন্ধ ছিল স্কুল ,কলেজ, হাসপাতাল। এমনকী পর্যটনস্থলগুলিতেও ধর্মঘটের ছায়া ছিল স্পষ্ট।
খরচ কমানোর সরকারি সিদ্ধান্তে বেজায় অসন্তুষ্ট গ্রিসের মানুষ। ঋণের ভারে নুব্জ্য গ্রিস সরকারের অবশ্য সাফাই
তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। আর্থিক ঘাটতি কমাতে ব্যয় সংকোচনের পথে হাঁটতেই হবে।
আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী। কার্যত খাদের কিনারে দাঁড়িয়ে থাকা গ্রিসকে ঋণ দিতে শর্ত চাপিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন।
তবে জনরোষ যে পর্যায়েই পৌঁছক,ব্যয় সংকোচন নীতি কার্যকর করার জন্য চাপ বাড়িয়েই চলেছে ই ইউ।

.