Supreme Court: স্বামীর সঙ্গে না থাকাটা বড় বিষয় নয়, স্ত্রীকে তার খরচ দিতে হবে, রায় সুপ্রিম কোর্টের

Supreme Court: ঝাড়খণ্ডের এক দম্পতি ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আলাদা থাকতে শুরু করেন ২০১৫ সালে

Updated By: Jan 12, 2025, 04:00 PM IST
Supreme Court: স্বামীর সঙ্গে না থাকাটা বড় বিষয় নয়, স্ত্রীকে তার খরচ দিতে হবে, রায় সুপ্রিম কোর্টের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাম্পত্য কলহ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক রায়ে বলা হয়েছে স্বামীর সঙ্গে থাকার নির্দেশ থাকার পরও স্ত্রী যদি না থাকেন তাহলেও তিনি খরচ পেতে পারেন। তবে সেক্ষেত্রে স্বামীর সঙ্গে না থাকার ক্ষেত্রে যুক্তিপূর্ণ কারণ থাকতে হবে।

আরও পড়ুন-আমেরিকায় লাফিয়ে বাড়ছে নোরো ভাইরাস, জানুন কেন এর ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না

সম্প্রতি ওই রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এক্ষেত্রে স্বামী স্ত্রীকে কাছে রাখতে পারবেন এমন একটি নির্দেশ ছিল। তার পরেও স্ত্রী স্বামীর সঙ্গে রাজি ছিলেন না। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় হল স্বামীর সঙ্গে থাকা না থাকাটা বড় বিষয় নয়। স্ত্রীকে তাঁর চলার জন্য খরচ দিতে হবে।

স্বামী দাবি করেছিলেন স্ত্রী তাঁর সঙ্গে থাকেন না তাই তিনি স্ত্রীকে খরচ দিতে রাজি নন। এনিয়ে হাইকোর্টে একমত হতে পারেননি বিচারপতিরা। সেই মামলায় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, স্বামীর সঙ্গে থাকা না থাকার কারণে কোনও স্ত্রীর খরচ আটকে দেওয়া যায় না। তবে স্ত্রীকে স্বামীর সঙ্গে না থাকার উপযুক্ত কারণ দেখাতে হবে। প্রতিটি মামলায় পরিস্থিতির উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে।

ঝাড়খণ্ডের এক দম্পতির ক্ষেত্রে ওই রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা আলাদা থাকতে শুরু করেন ২০১৫ সালে। স্বামী ২০১৫ সালে এনিয়ে রাঁচির পারিবারিক আদালতে যান। কিন্তু স্ত্রীকে তিনি ঘরে আনতে পারেননি। স্ত্রী আদালতে লিখিতভাবে বলেন যে তাঁর স্বামী তার উপরে অত্যাচার করেন। তার কাছ থেকে ৫ লাখ টাকা চাইছেন একটি চারচাকা গাড়ি কেনার জন্য। তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার মিস ক্য়ারেজ হয়ে যাওয়ার পরও স্বামী তাকে দেখতে আসেননি। এই অবস্থায় স্বামীর সঙ্গে তার থাকা সম্ভব নয়।

ওই লিখিত আবেদনের পর রাঁচির পারিবারিক আদালত নির্দেশ দেয় স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা খরচ দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেন স্বামী। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.