Anubrata Mandal: বীরভূমের রাজনীতিতে উলটপুরাণ, প্রকাশ্য মঞ্চে অনুব্রতর সামনে এ কী করলেন কাজল!

Anubrata Mandal: বীরভূমের রাজনীতিতে এ কোনও চেনা ছবি নয়। চমকে গেলেন দুই নেতার অনুগামীরাও

Updated By: Jan 13, 2025, 08:37 PM IST
Anubrata Mandal: বীরভূমের রাজনীতিতে উলটপুরাণ, প্রকাশ্য মঞ্চে অনুব্রতর সামনে এ কী করলেন কাজল!

প্রসেনজিত্ মালাকার: তিহাড় জেলে থেকে ছাড়া পাওয়ার পর বোলপুরে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল। আর তখন থেকেই বীরভূমে আলোচনার বিষয় হয়ে উঠেছিল অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ, কে নিয়ন্ত্রণ করবেন বীরভূমের রাজনীতি। বীরভূমে দল চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়ার কমিটির দ্বারা। এর মধ্যেই অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর মদ্যে সংঘাত চলছিলই। সোমবারও নানুরে অনুব্রত অনুগামী এক তৃণণূল নেতাকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের বিরুদ্ধে। আর এর মধ্যেই কাজল-অনুব্রত সাক্ষাতের মধ্যে উলটপুরাণ।

আরও পড়ুন-ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তান নিলেই পাবেন মোটা টাকা পুরস্কার, ঘোষণা রাজ্যের মন্ত্রীর

কী হয়েছে আসলে? সোমবার বীরভূমের ইলামবাজারে জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষ্যে কেন্দুলী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই অনুষ্ঠানে শেষে মঞ্চে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রমাণ করলেন কাজল শেখ। ফলে অনুব্রত-কাজল দ্বন্দ্ব সামনে আসলেও প্রকাশ্য মঞ্চে দেখা গেল একেবারে অন্য ছবি। প্রশ্ন উঠছে জেলার রাজনীতির গতিপথ নিয়েও।

কাজ শেষ বারবার বলেছেন, অনুব্রত মণ্ডল তাঁর অবিভাবক। কিন্তু কাজলকে একাধিকবার অনুব্রতর মঞ্চ এড়িয়ে যেতে দেখা গিয়েছে। এতেই দুই নেতার অনুগামীদের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হয়। বারবার তা বাইরে বেরিয়েও আসে। মাঠে ময়দানের পাশাপাশি দুই অনুগামীদের মধ্যে লড়াই সোশ্য়াল মিডিয়াতেও দেখা গিয়েছে। এরকম এক পরিস্থিতিতে এ এক নতুন ছবি। অনুব্রত অনুগামীদের দাবি, অনুব্রত যে জেলা রাজনীতিতে একজন বাঘ তা ফের প্রমাণ হল।

এদিকে, আবারো উত্তপ্ত নানুর। অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার অপরাধে নানুরের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিংকু চৌধুরীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খান অসুস্থ হওয়ার জন্য নানুরের বাসাপাড়া থেকে ফিরছিল রিংকু চৌধুরী। তখন নানুর ব্রাহ্মণখন্ড গ্রামের কাছে ৫০-৬০ জন কাজল ঘনিষ্ঠ এসে রিংকুকে ব্যাপক মারধর করে ও তুলে নিয়ে গিয়ে একটি ঘরের ভেতরে ঢুকিয়ে রড, লাঠি ও বন্দুকের বাট দিয়ে ব্যাপক মারধর করে। অনুমান করা হচ্ছে, মারধরের কারণে হাত বা শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে যেতে পারে। আহত অবস্থায় নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা করার পর বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.