Syria Massacre: প্রিয়জনের খোঁজে কারাগারের দ্বারে উদ্বিগ্ন নাগরিকেরা! ঠিক এই সময়েই কুখ্যাত কুঠুরি থেকে মিলল ১৫ দেহ...
Sednaya Prison in Syria: বাশার আল-আসাদের আমলে নিখোঁজ হওয়া প্রিয়জনের খোঁজে সিরিয়ার নাগরিকেরা এখন সে দেশের বিভিন্ন কারাগারের দরজায় ভিড় জমাচ্ছেন। ঠিক এই সময়েই কুখ্যাত সেদনায়া কারাগার থেকে ১৫টি দেহ উদ্ধার হল!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে ১৫ জন অসামরিক নাগরিকের দেহ পাওয়া গিয়েছে। কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা দেহগুলির সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন। কাজটি করছে এক পর্যবেক্ষক সংস্থা। সংস্থাটির নাম 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'। এটি ব্রিটেনের।
এদিকে কদিন ধরেই বাশার আল-আসাদের আমলে নিখোঁজ হওয়া প্রিয়জনের খোঁজে সিরীয় নাগরিকেরা দেশটির বিভিন্ন কারাগারে ভিড় জমাচ্ছেন। আর ঠিক এই সময়েই কুখ্যাত সেদনায়া কারাগার থেকে উদ্ধার হল ১৫টি দেহ!
ওই সংস্থাটির তরফে জানা গিয়েছে, নৃশংসভাবে নির্যাতনের পরে এই ১৫ ব্যক্তিকে হত্যা করা হয়। সংস্থাটি আরও এক ভয়ংকর তথ্য সামনে এনেছে। তারা জানিয়েছে, ৬৯ জন অসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে এই কারাগারের ভিতরে। তারা জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারগুলিতে নির্যাতন-সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে এই সব মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলি ঝোড়ো অভিযান চালিয়ে গত রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কের নিয়ন্ত্রণ নেয়। বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে পালান। বিদ্রোহীদের এই অভিযানে নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল-শাম।
বাশার আল-আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী হয়ে আছে এই সেদনায়া কারাগার। এখানে হাজার-হাজার সিরীয় নাগরিককে বন্দী করে রেখেছিল বাশার আল-আসাদ সরকার। বাশার আল-আসাদের পতনের পরে তাঁর আমলে বন্দি হওয়া মানুষজনের খোঁজ পাওয়ার আশায় স্বজনেরা এখন কারাগারের দরজায়-দরজায় ভিড় করছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)