স্নোডেনকে সিড্যুশ করতে সুন্দরী স্পাই নিয়োগ করেছিল রাশিয়া!

এডওয়ার্ড স্নোডেনকে সিড্যুশ করতে স্পাই নিযুক্ত করেছিল রাশিয়া!

Updated By: Dec 8, 2014, 11:00 AM IST
স্নোডেনকে সিড্যুশ করতে সুন্দরী স্পাই নিয়োগ করেছিল রাশিয়া!

ওয়েব ডেস্ক: এডওয়ার্ড স্নোডেনকে সিড্যুশ করতে স্পাই নিযুক্ত করেছিল রাশিয়া!

প্রাক্তন কেজিবি মেজর বরিস কাপরিশকভ এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন। কাপরিশকভের দাবি স্নোডেনকে প্রলুব্ধ করতে ৩২ বছরের রাশিয়ান স্পাই অ্যানা চ্যাপম্যানকে নিযুক্ত করা হয়েছিল।

রিপোর্টে প্রকাশ চ্যাপম্যানের সঙ্গে স্নোডেনের মাত্র একবার দেখা হলেও  হলেও এই সাক্ষাতের ফলাফল নিয়ে সতর্ক ছিলেন স্নোডেন।

২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনল সিক্যিউরিটি এজেন্সির বহু তথ্য ফাঁস করে আন্তর্জাতিক খবরের শিরোনামে আসেন মার্কিন নাগরিক প্রাক্তন সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেন।

বর্তমানে, আমেরিকার মোস্ট ওয়ান্টেড স্নোডেন রাশিয়ার আশ্রয়েই আছেন।

রাশিয়ার ইন্টেলিজেন্স হাই কম্যান্ডের নির্দেশে চ্যাপম্যান টুইটারে স্নোডেনকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।

অ্যানা চ্যাপম্যানের প্রস্তাবে রাজি হয়ে তাঁকে বিয়ে করলে সহজেই রাশিয়ার নাগরিকত্ব পেয়ে যেতেন স্নোডেন। কাপরিশকভের দাবি রাশিয়ার মূল উদ্দেশ্যই ছিল এই ভাবে স্নোডেনকে কোনও বিতর্ক ছাড়াই নাগরিকত্ত্ব দিয়ে পাকাপাকি সে দেশে বসবাসের ব্যবস্থা করা।

২০০৯ সালে অ্যানা লন্ডন থেকে পাকাপাকি নিউ ইয়র্কে বাসা বাঁধেন।

৯ জন অনান্য ব্যক্তিদের সঙ্গে চ্যাপম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত।

ঠাণ্ডা যুদ্ধের পর এই ঘটনাই বিবাদমান দু'দেশের মধ্যে সব থেকে বড় গুপ্তচরবৃত্তির ঘটনা। চ্যাপম্যানসহ ১০ জনকে দ্বীপান্তরিত করা হয়।

২০১০ সালে গুপ্তচর রূপে ধরা পড়ার পর চ্যাপম্যানের ব্রিটিশ নাগরিক্ত্ব চলে যায়। এক ব্রিটিশকে বিয়ে করার পর এই নাগরিকত্ত্ব পেয়েছিলেন তিনি। ২০০৬ সালে অবশ্য তাঁর ডিভোর্স হয়ে যায়।

 

 

.