ক্রিসমাসে ভাগ্য পরীক্ষা, পেরুতে হাজার হাজার সান্টার দৌড় প্রতিযোগিতা
ক্রিসমাসের ভাগ্য পরীক্ষায় হাজারেরও বেশি মানুষ লটারি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্পেন শহরে। প্রথম বিজেতা জিতে নিলেন ২৫ লক্ষ টাকা। প্রতিবছরই এই সময়ে ভাগ্য পরীক্ষায় মেতে ওঠেন স্পেনের হাজারো মানুষ। সময় নেই সান্টা বুড়োর হাতে। হাজার হাজার চিঠির বস্তা ঘরজুড়ে। তাদের উত্তর দিতে নেমে পড়েছেন বুড়ো সান্টা ও তার দলবল। বরফে মোড়া ফিনল্যান্ডে সান্টার বাড়ি এখন পোস্ট অফিসে পরিনত হয়েছে।
ওয়েব ডেস্ক: ক্রিসমাসের ভাগ্য পরীক্ষায় হাজারেরও বেশি মানুষ লটারি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্পেন শহরে। প্রথম বিজেতা জিতে নিলেন ২৫ লক্ষ টাকা। প্রতিবছরই এই সময়ে ভাগ্য পরীক্ষায় মেতে ওঠেন স্পেনের হাজারো মানুষ। সময় নেই সান্টা বুড়োর হাতে। হাজার হাজার চিঠির বস্তা ঘরজুড়ে। তাদের উত্তর দিতে নেমে পড়েছেন বুড়ো সান্টা ও তার দলবল। বরফে মোড়া ফিনল্যান্ডে সান্টার বাড়ি এখন পোস্ট অফিসে পরিনত হয়েছে।
পেরু সান্টা রেস
দেখতে আমি বুড়ো, নইকো বুড়ো আমি। এই স্লোগান নিয়েই পেরুর রাস্তায় দৌড় প্রতিযোগিতায় দেখা গেল একদল সান্টাকে। সেরা দৌড়বাজ সান্টাকে দেওয়া হল নগদ টাকা ও খেলার সরঞ্জাম।