নেদারল্যান্ডে বৈধ: ড্রাইভিং প্রশিক্ষককে টাকার বদলে যৌন সুখ প্রদান
ড্রাইভিং প্রশিক্ষক টাকার বদলে চাইতে পারেন যৌন সম্পর্ক। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। নেদারল্যান্ডে দেহ ব্যবসা বৈধ হওয়ার পর থেকেই একটি নয়া আইন প্রচলন করা হয়। যার নাম 'রাইড ফর এ রাইড'। এই নয়া আইন অনুযায়ী কোনও প্রাপ্ত বয়স্ক ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার পর তার থেকে টাকা না চেয়ে যৌন সুখ চাইতে পারেন প্রশিক্ষক। সেই প্রশিক্ষকের যদি বৈধ এসকর্ট লাইসেন্স থাকে তাহলে সেই যৌন সম্পর্ককেও বৈধ হিসেবেই ধরা হবে। সেই লাইসেন্স অনুযায়ী ওই প্রশিক্ষককে ট্যাক্সও জমা দিতে হবে। তবে অনেকেই এই নয়া আইন নিয়ে একেবারেই খুশি নন। তাঁদের মতে, এই আইন ঠিক কাজ করেনি। এই ধরনের কাজকে কখনওই বৈধ বলা যেতে পারে না। আবার অনেকের মতে, যদি টাকার বদলে যৌন আইনকে বৈধ ধরা হয়ে থাকে, তাহলে তা দেহ ব্যবসার সমতুল্যই।
ওয়েব ডেস্ক: ড্রাইভিং প্রশিক্ষক টাকার বদলে চাইতে পারেন যৌন সম্পর্ক। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। নেদারল্যান্ডে দেহ ব্যবসা বৈধ হওয়ার পর থেকেই একটি নয়া আইন প্রচলন করা হয়। যার নাম 'রাইড ফর এ রাইড'। এই নয়া আইন অনুযায়ী কোনও প্রাপ্ত বয়স্ক ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার পর তার থেকে টাকা না চেয়ে যৌন সুখ চাইতে পারেন প্রশিক্ষক। সেই প্রশিক্ষকের যদি বৈধ এসকর্ট লাইসেন্স থাকে তাহলে সেই যৌন সম্পর্ককেও বৈধ হিসেবেই ধরা হবে। সেই লাইসেন্স অনুযায়ী ওই প্রশিক্ষককে ট্যাক্সও জমা দিতে হবে। তবে অনেকেই এই নয়া আইন নিয়ে একেবারেই খুশি নন। তাঁদের মতে, এই আইন ঠিক কাজ করেনি। এই ধরনের কাজকে কখনওই বৈধ বলা যেতে পারে না। আবার অনেকের মতে, যদি টাকার বদলে যৌন আইনকে বৈধ ধরা হয়ে থাকে, তাহলে তা দেহ ব্যবসার সমতুল্যই।