পুলওয়ামা হামলা ইমরান সরকারের সাফল্য, জঙ্গি-যোগ স্বীকার পাক মন্ত্রীর

গতবছর ১৪ ফেব্রুয়া পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা।

Updated By: Oct 29, 2020, 08:34 PM IST
পুলওয়ামা হামলা ইমরান সরকারের সাফল্য, জঙ্গি-যোগ স্বীকার পাক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: গতবছর পুলওয়ামা হামলার কথা স্বীকার করে নিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী সংসদে দাঁড়িয়ে জোর গলায় বললেন,''হামনে হিন্দুস্তান কো ঘুসকে মারা। (আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি)'' 

এ দিন ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তান মুসলিম লিগের (এন) নেতা আয়াজ সাদিক দাবি করেন, ভারতের হামলার ভয়েই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। তার পাল্টা দিতে গিয়েই সন্ত্রাসী হামলায় পাক-যোগ স্বীকার করে নিলেন ফাওয়াদ খান। তিনি বলেন, ''আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি। ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামা হামলা আমাদের সাফল্য। সেই সাফল্যের অংশীদার আমরা সবাই।''

নিজের পিঠ চাপড়াতে গিয়ে পাকিস্তান যে সন্ত্রাসে যুক্ত সেটাই বলে ফেলেছেন ফাওয়াদ খান। তখন শোরগোল শুরু হয়ে গিয়েছে সংসদে। চাপে পড়ে ফাওয়াদ সাফাই দেন, পুলওয়ামা হামলার পর ওদের ঘরে ঢুকে মেরেছি। সেটাই বোঝাতে চেয়েছিলাম। পরে টুইটে দাবি করেন,''ভিতরে ঢুকেছি মানে আমাদের বিমান ওদের ঘাঁটিকে টার্গেট করেছিল। নিরীহদের মেরে সাহস দেখাতে যাইনি।''
    

গতবছর ১৪ ফেব্রুয়া পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলা করে জঙ্গিরা। শহিদ হন ৪০ জন জওয়ান। নয়াদিল্লির অভিযোগ, জইশ-মহম্মদকে দিয়ে হামলা করিয়েছিল পাকিস্তানই। কিন্তু সেই দাবি নস্যাৎ করে তারা। কিন্তু এ দিন ফাওয়াদ সত্যিটা স্বীকার করে নিলেন পাক সংসদে!      

আরও পড়ুন- ফ্রান্সে ফের মুণ্ডচ্ছেদ, নিস শহরে গির্জার কাছে মহিলা-সহ ৩ জনকে হত্যা

.