ফ্রান্সে ফের মুণ্ডচ্ছেদ, নিস শহরে গির্জার কাছে মহিলা-সহ ৩ জনকে হত্যা

 ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা মনে করছে ফরাসী সরকার। 

Updated By: Oct 29, 2020, 07:38 PM IST
ফ্রান্সে ফের মুণ্ডচ্ছেদ, নিস শহরে গির্জার কাছে মহিলা-সহ ৩ জনকে হত্যা

নিজস্ব প্রতিবেদন: প্যারিসে শিক্ষককে গলা কেটে খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফ্রান্সের নিস শহরে এক মহিলার মুণ্ডচ্ছেদ ঘটনা। ধারালো অস্ত্রের আঘাতে মারা গিয়েছে ওই দুই। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা মনে করছে ফরাসী সরকার। 

নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইট করেছেন, নিস শহরের নতর দাম গির্জার কাছে ঘটনাটি ঘটেছে। আততায়ীকে পাকড়াও করেছে পুলিস। ৩জনের মৃত্যু হয়েছে। অনেকে আহত।      
            

মহিলার মুণ্ডচ্ছেদ করেছে হামলাকারী। ঘটনার সঙ্গে সন্ত্রাসী যোগ রয়েছে বলে মনে করছে প্রশাসন। তদন্ত শুরু করেছে ফ্রান্সের সন্ত্রাস দমন বিভাগ। 

চলতি মাসের শুরুতেই প্যারিসে একটি স্কুলে শ্রেণিকক্ষে মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছিল। নিস শহরে হামলার ঘটনার সঙ্গে তার যোগ আছে কিনা, তা স্পষ্ট নয়। শিক্ষক হত্যার প্রতিবাদে ওই ব্যঙ্গচিত্রটি নিয়ে প্রতিবাদ করেন ফরাসী নাগরিকরা। নিষিদ্ধ করা হয়েছে শহরের একাধিক মসজিদ। এর পাশাপাশি ইসলামিক সংগঠনগুলিও নিষিদ্ধ করেছে সরকার। ফ্রান্স সরকারের কাজকর্মে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। ইসলাম ভীতি ছড়ানোর অভিযোগ উঠেছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর বিরুদ্ধে। 

আরও পড়ুন- পাক সেনাকে মুছে দিতে তৈরি ছিলাম,অভিনন্দন নিয়ে প্রাক্তন বায়ুসেনা প্রধান

.